তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় কাওচি পাথরের সন্ধান লাভ এলাবাসীর উদ্যোগে নির্মাণ হচ্ছে রাস্তা

ভালুকায় কাওচি পাথরের সন্ধান লাভ এলাবাসীর উদ্যোগে নির্মাণ হচ্ছে রাস্তা
[ভালুকা ডট কম : ০৭ জুন]
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচুর কাওচি পাথরের সন্ধান পাওয়া গেছে। ওই সব কাওচি দিয়ে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করছেন এলাকাবাসী।  

এলাকা থেকে প্রথমে কাওচি পাথর উত্তোলন করে লাল মাটির কাচারাস্তা গুলোতে ফেলে মেরামত করা হচ্ছে। ফলে বর্ষকালে ওই এলাকার লাল মাটির রাস্তা গুলি চলাচলের উপযোগি হয়ে উঠছে। ভালুকা উপজেলায় প্রায় চারশত কিলোমিটার কাচা লালমাটির রাস্তা রয়েছে। বর্ষকালে ওই সব কাচা লালমাটির রাস্তা গুলো চলাচলের অনুপযোগী হয়ে পরে। এবৎসর রাস্তায় কাওচি ফেলার পর আর কোন কাদা থাকবে না। পাকা রাস্তার মত বর্ষা কালেও যান চলাচল করতে পারবে বলে এলাকবাসীর ধারণা।

 সরেজমিনে ০৬জুন শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের ৫নং-ওয়ার্ড কৈয়াদী গ্রামের তোফাজ্জল হোসেন খান, বুলবুল, রফিকুল ইসলাম, কালাম, রমজান সহ কয়েকজন সচেতন যুবক কাচা লালমাটির রাস্তায় একই এলাকার মোঃ বাছেদ খলিফার বাঁশ বাগান থেকে বিনা পয়সায় কাওচি উত্তোলন করে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করছেন। ঐসব লালমাটির রাস্তায় বর্ষকাল এলেই চলাচল করতে পারে না কোন প্রকার যানবাহন,এমন কি স্কুল কলেজের শিক্ষার্থীরাও পরতে হয় চরম ভোগান্তীতে।

এ সব ভোগান্তীর কথা চিন্তা করেই এলাকার যুবকরা একতাবদ্ধ হয়ে নিজ উদ্যোগে কাওচি উত্তোলন করে প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করছে। এই সব রাস্তা পাকা করতে ইট বালির প্রয়োজন হয় না। এলাকায় কাওচি পাথর পাওয়ার ফলে  পয়সা লাগে না তাদের শুধু দরকার হয় কেরিং খরচ তাও আবার এলাকার লোকজনের কাছ থেকে তুলে নিয়ে কাজ চালিয়ে যাচেছন উদ্বমি যুবকরা।

একজন দাবী করে বলেন,আমাদের রাস্তা তৈরীতে যদি একটি রোলার মেশিন দেওয়া হতো তা হলে হয়তো রাস্তা গুলি আরও ভাল হত। এ সব যুব সমাজের পাশে সরকারের সহ যোগীতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন এলাকার সচেতন মানুষ। আমাদের পাশে সরকার থাকবে কি.?



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই