তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কন্যা শিশু বিকাশে পারিবারিক বাধাই প্রধান- শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত

কন্যা শিশু বিকাশে পারিবারিক বাধাই প্রধান- শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ১৮ নভেম্বর]
আজ ১৮ নবেম্বর ভালুকা উপজেলা পরিষদ হল রুমে ভালুকা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ভালুকা এর আয়োজনে প্রমোশন অব জেন্ডার ইকুয়্যালিটি এন্ড উইমেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও এ্যাপোলো ইনসটিটিউট অব কম্পিউটার এর ছাত্র/ছাত্রীদের মধ্যে কন্যা শিশু বিকাশে পারিবারিক বাধাই প্রধান- শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 উপজেলা সদরের সনামধন্য দুটো প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা চারজন করে  দুটো দুলে বিভক্ত হয়ে এ বিতর্কে অংশগ্রহণ করেন। এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা জনাব মো: রবিউল আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ।

নিজ নিজ দলের সমর্থনে দু প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও অর্ধশতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত থেকে তার্কিকদের উৎসাহিত করেন। বিতর্কে জয়ী হয় প্রতিপাদ্যের বিপক্ষে বক্তব্য উপস্থাপনকারী এ্যাপোলো ইনসটিটিউট অব কম্পিউটার দল; এছাড়াও শ্রেষ্ঠ বিতার্কিক মনোনিত হন পাইলট উচ্চ বিদ্যালয় দলের দলনেতা। বিতর্ক শেষে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিজয়ী ও বিজিত দলের সকলের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বক্তব্যে এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে উৎসাহিত করেন।

পরে বিজয়ী দলের সকল সদস্যকে প্রতিষ্ঠানের হলরুমে ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ, আর, এম, শামছুর রহমান অভিনন্দন জানান।  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই