তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

তিনটি কবিতা- সেহেরী,ধূলিরঙা ছবি,আমার মন

তিনটি কবিতা- সেহেরী,ধূলিরঙা ছবি,আমার মন
[ভালুকা ডট কম : ১৮ জুন]
"সেহেরী"
সেহেরী খাওয়ার ধুম পড়েছে,
সেহেরী খাওয়ার ধুম।
প্রভাত বেলা...
কোলাহলে ভেঙ্গে যায়,
ছোট বড় সবার ঘুম।
আমি জাগি-সবাই জাগে,
জাগে পাড়ার লোক।
মা-বোনেরা রান্না করে,
সেহেরী খাওয়ার ঝোঁক।
সকল মসলমান ভাই-ভাই,
কেন করবো যে-দ্বন্দ।
প্রভাত বেলা সবাই জাগি,
হয় খুবই যে- আনন্দ।
ইখতিয়ার উদ্দীন আজাদ/পত্নীতলা, নওগাঁ

"ধূলিরঙাছবি"
যা আকাশে উড়ে-
তার ছায়া মাটিতে
আকাশে উড়ে
সূর্যের মায়াবী ছায়া,
সূর্য হল অগ্নি-গোলক এক হৃদয়
আমরা যা পান করি প্রত্যুষে নীল পেয়ালায়।

আমরা যা পান করি
তা তৃষ্ণার সমুদ্র
আমরা পান করি
ধূলিরঙা ছবি,
ধূলিরঙা ছবি সে ফুটে বজ্রপাতের ভেতরে
সে ফুটে রাত্রে, দিনে, ভোরে, দুপুরে।

"আমার মন"
আমার মন যা আকাশে উড়ে-
আমাকে ভালোবাসে একটি ঈগল পাখি
তাকে ধরে ফেলি বন্দী হাতের ইশারায়
ফের উড়ে যায় শূণ্য আকাশের নীলিমায়।
হাবিব চিশতী /কটিয়াদী, কিশোরগঞ্জ



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই