তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চীন নিজের মহাকাশ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করেছে

চীন নিজের মহাকাশ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করেছে
[ভালুকা ডট কম : ১৫ জুলাই]
চীন নিজের মহাকাশ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস’এর আদলে এটি গড়ে তোলা হবে। এ ছাড়া, নতুন মহাকাশ স্টেশন উৎক্ষেপণ ও মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য নতুন একটি কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে নতুন রকেট উৎক্ষেপণে সফল হয়েছে চীন। এর ভিত্তিতে মহাকাশ স্টেশন নির্মাণের কাজ ২০১৮ সাল থেকে শুরু করা হবে।

মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে চীন হয়ত নেতৃত্বদানকারী ভূমিকা পালন করবে এবং এতে জাপানও অংশ নেবে। ধারণা করা হচ্ছে, আইএসএস কর্মসূচিকেও ছাড়িয়ে যেতে চীনের মহাকাশ কর্মসূচি ।চীনের মহাকাশ স্টেশনের নাম রাখা হয়েছে তিয়াংগং। এটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে স্থাপন করা হবে। এতে সব সময়ই তিনজন মহাকাশচারী থাকবেন। প্রতি ছয় মাস পর পর তিয়াংগং’এর মহাকাশচারীদের পরিবর্তন করা হবে। বিজ্ঞান গবেষণার পাশাপাশি অন্যান্য কাজ করবেন তারা। অবশ্য এতে একত্রে ছয় মহাকাশচারীর বসবাসের ব্যবস্থা রাখা হবে। ইউরোপও তাদের মহাকাশচারীদের চীনা মহাকাশ স্টেশনে পাঠানোর আগ্রহ দেখাচ্ছে।

এ ছাড়া, চীন পৃথিবীর নিকটস্থ কক্ষপথে উচ্চ প্রযুক্তির দুরবিনও বসাবে। কর্মতৎপরতার দিক থেকে নাসার হাবল মহাকাশ দুরবিনের মতই হবে এটি। ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থসহ অন্যান্য মহাজাগতিক রহস্য উন্মোচনে ভূমিকা রাখবে এটি।এদিকে ২০২৪ সালের পর নিজ মহাকাশ স্টেশন চালু করার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাশিয়া।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই