তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আমার এলোমেলো ভাবনা প্রথম পর্ব-হাজী সানি

আমার এলোমেলো ভাবনা প্রথম পর্ব-হাজী সানি
[ভালুকা ডট কম : ১৬ আগস্ট]
ভাল লাগে শিশুর হাসি গোধুলী বেলা অস্তনিত ক্লান্ত সূর্য্য একাকিত্ব ক্যামেরা বন্দী সময় রাতের চুপচাপ নির্জনতা অপর প্রান্তের শব্দ পরিবার প্রকৃতি প্রখর রোদে খালি পায়ে মরুর বালিতে হাটতে প্রাণের কাজে আসতে ভাল লাগে নিজেকে ব্যাস্ত রাখতে । যদি জানতে পারতাম কষ্টের উৎসটা কোথায় তবে চোখ নোন্তা হবার আগেই সাগরের বস লবনাক্ততা দূর করে দিতাম,চোখের কোনের এক ফোঁটা পানি থামাতে লড়ে যেতাম বিধাতার সাথে,বিধিবাম চোখেতে ছিল সুন্দর্যের গরিমা অবহেলিত করে গেলে সকল প্রশ্নে কে ...

**
মনে হয় মাঝে মাঝে ঠিক মাঝে মাঝে নয় মনে হয় প্রতিটি নিশ্বাসে তোমাকে মিস করি,খুব জানতে ইচ্ছে করে খুব দেখতে ইচ্ছা করে কখনও কখনও মন চায় একটু ছোযে দেখি ইচ্ছে করে দুই হাতের তালুতে তোমার নরম চেহারাটা তুলে ধরি কিন্তু পারি না, এত সময়ের ব্যাবধানেও কেন জানি বাস্তব নামের কঠিন পদার্থটা একটুও মলিন হয়নি যে আরও অনেক বেশি কঠিন থেকে কঠিন হয়ে গেছে,অনেক স্বার্থপর,অনেক পাষাণ হয়ে গেছে,এখনতো বাস্তব এমন ছোয়াতো দূর কেমন আছ তাই জানতে পারিনা ।মনে হয় মাঝে মাঝে ঠিক মাঝে মাঝে নয় মনে হয় প্রতিটি নিশ্বাসে তোমাকে মিস করি,খুব জানতে ইচ্ছে করে খুব দেখতে ইচ্ছা করে কখনও কখনও মন চায় একটু ছোযে দেখি ইচ্ছে করে দুই হাতের তালুতে তোমার নরম চেহারাটা তুলে ধরি কিন্তু পারি না।[এফবি পোষ্ট ৩১ মার্চ ২০১৫ ইং]

**
ভালবাসা আমি দেখেছি ক্ষুধার্ত শিশুর চোখে,
যার প্রতিটি পলক ছিল টেবিলের টুকরো রুটিতে।।
               ভালবাসা আমি দেখেছি কখনও বর্ণ হীন আবার বর্ণ নীল,
               যার বেদনা ভড়া মুহুর্ত ভালবাসা কিছু আবেগের গল্পতে।।
ভালবাসা আমি দেখেছি সেই নারীর চোখে,
যার শরীল ছিল বাসনার আঁচলে নীল স্বপ্নতে ।।
               ভালবাসা আমি দেখেছি সেই প্রান প্রিয় বন্ধুর চোখে,
               যার দৃষ্টি ছিল জলন্ত সিগেরেটের শেষ কষ্টটিতে ।।          
ভালবাসা আর অনুভোতি !একই বিষয়,নাকি ভিন্ন কোন বিষয় যার প্রতিছবি একই রকম হয় ? ভালবাসা আর অনুভোতির সম্পর্ক কি? ব্যবধানইবা কি? ভালবাসা আগে, নাকি অনুভোতিটা আগে? এইরকম হাজারো প্রশ্ন মনে জাগেছে! যদিও এখন ভালবাসার আকাল, তারপরও এসব নিয়ে ভাবছি আর ব্যাহাল নাকাল হচ্ছি। সন্তানের প্রতি মাতা-পিতার ভালবাসা, মাতা-পিতার প্রতি সন্তানের ভালবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালবাসা, বোনের প্রতি বোনের ভালবাসা, মানুষের প্রতি মানুষের ভালবাসা। প্রতিটি ভালবাসাই আলাদা স্বকীয়তার স্বাক্ষ্য বহন করে। আবার বিপরীত লিঙের প্রতি পারস্পরিক আকর্ষণের অনুভোতির সৃষ্টও ভালবাসা,অনেকেই বলে অনুভোতি থাকেন জন্ম নেয় ভাল লাগা আর ভাল লাগা থেকেই জন্ম ভালবাসার।  (সময় কাল -০৩ জুন ২০১২ইং সমবার রাত) [ ভালুকা ডট কম ১১-০৯-২০১৫ইং  ]http://www.valuka.com/News/NewsDetail/24499
**
সব কিছু ভেদ করে হঠাৎ ভাবণার দরজার কড়া নাড়ার শব্দ আসতে লাগে প্রায়ই,ভাবলাম এমন মানষিক দুর্যোগের সময় কে আসতে পারে?মাঝে মাঝেই যেন থেমে থেমে মনে দমকা হাওয়া বইছে,মনে হচ্ছে যেন নয়নে বৃষ্টি দেবতা উকি দিবে, এলোমেলো ভাবণা গুলো বুঝে না বুঝে সময় অসময়ে দরজার কড়াটা নড়াতে শুরু করে, ততখন নাড়াতে থাকে যতখ না কেউ দরজাটা খুলছে,কি যে এক অসহনীয় যন্ত্রনা পরিত্রানের সেই আলিশানন প্রসাদের দারোয়ান বেটা যেন দরজাটায় খিল এটে গোড়া বেচে শুয়ে পরেছে ।[এফবি পোষ্ট ০৭ জানুয়ারী ২০১৬ ইং]

**
দুশ্চিন্তা জীবনেরই যেন একটি অংশ হয়ে গিয়েছে,একটি সহজ উপায়ে খুব সহজেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে নিজেকে বলতে হয় দুশ্চিন্তা আবার কি,সত্যের চেয়ে মিথ্যা বলাটা অনেক সময় সহজ এবং সুবিধাজনক । 3 idiots মুভির মত বলতে হয় wel is well wel is well -definition কে খুজে কোথাই এত সময় এই যান্ত্রিক জীবনে শুধু বলে যান সব ঠিক সব ভাল আছে ।নিজের সাথে মিথ্যা বলে আর কত দিন ? পৃথিবীর সব চেহারাকে মিথ্যার ফাদে ফেলা যায় আইনার সামনে যে চেহারাটা আসে তাকে কি করে ফাদে ফেলব এই চিন্তাতেই কেটে যাচ্ছে অনন্ত কাল ।[এফবি পোষ্ট ১৩ জানুয়ারী ২০১৬ ইং]

**
শিরোনামহীন একটা বাক্য,দিশাহীন চোখে চলা একটা যাত্রা,যে যাত্রা আর বাক্যের উচ্চারণে শুধু ছিল কিছু টুকরো টুকরো স্বপ্ন যে স্বপ্নদের বিচরণ ছিল শুধু তাকে ঘিরে, আজ মরুর বুকে হারিয়ে যাওয়া সেই স্বপ্নদের পিছু পিছু এলোমেলো কিছু দূর পথ চলা । চলতে চলতে মিলেও গেল এক দুটি,রঙীন সেই স্বপ্নগুলো পান্ডুবর্ণ, ফ্যাকাশে,রোগজীর্ণ,রঙহীন,বির্বণ্য হয়ে আজ মুখ থুবড়ে পড়ে আছে মরুর বুকে আর আমি এলোমেলো পথে আজও অব্যক্ত যন্ত্রণার কিছু স্মৃতি নিয়ে পিছেই চলছি।[এফবি পোষ্ট ২০ জানুয়ারী ২০১৬ ইং]

**
একটা নাম হীন সপ্ন চলতে চলতে খুলা চোখে দেখি প্রায়ই ।একটা সুন্দর চেহেরা যা রাতের বেলাও ঘোমাতে দেয়না প্রায়ই ।একটা অনাকাহ্মিত পাজরের ব্যাথা মাথা নাড়া দেয়ে উঠে প্রায়ই ।একটা অসমাপ্ত চিঠি যা পড়তে মন ব্যাকুল হয়ে যায় প্রায়ই ।[১৯ সেপ্টেম্বর ২০১০ ইং]http://aaftab.net/blogDetail.aspx?b=7
**
কাগজ আর কলম সামনে থাকলেই যে লেখা যায় না তা বুঝতে আর মোটেও কষ্ট হচ্ছে না ।এক ঘন্টা ধরে কাগজ কলম নিয়ে বসে আছি কি লিখব বুঝতে পারছিনা ।আমি বসে আছিত বসেই আছি সময় বইয়ে যাচ্ছে দরজার বাইরের কোলাহল ধীরে ধীরে কম হতে চলছে , আমার মত ক্রমশ একা হয়ে যাচ্ছে রাত । আর আমার মনে দানা বেধে উঠছে এক তৃভ্র অভিমান ,এটা হয়ত কোন অভিলাশার প্রতি আমার শেষ বারের মত লিখা কোন সাদা কেনবাচে কালো কোন রং দিয়ে বানানো কোন এক প্রতিমা ।অনেক কাল আগে দেখা আবছা মুখের ছবি ছাড়া বাকী সব স্মৃতিই আজ যেন মলিন হয়ে গেছে ।
 তোমার পাঁজরের হাড়গুলো
         ভালবাসার বোতাম দিয়ে এঁটে দিয়েছি ।
         তুমি ছুঁয়ে দেখো বদলে যাবে ।
                 জানি এ তুমি চাওনি ।।
              এর নাম যদি হয় দুষ্টামী
                   তবে আমি দুষ্ট ।[২৯ অক্টোবর ২০১০ ইং]http://aaftab.net/blogDetail.aspx?b=29
**
চোখের আড়াল মানেই মনের আড়াল নয় কথাটি শুধুই কারও মন রক্ষার জন্য মানুষ সৃষ্ট নেহায়েত একটি কথা এর বেশি কিছু নয়,সত্যি বলতে কি চোখের আড়াল মানেই মনের আড়াল অস্তিত্ব থেকে বিদায়, আমি মনে করি অন্তত তাই । নতুন পরিবেশে নতুনদের ভিড়ে, নতুন দিনে,নতুন জীবন শুরুতে প্রথমে বিচ্ছিন্ন তার পর দূরত্ব, ভিন্নতা সম্পর্কে ভাটা তার পর অস্তিত্ব থেকে বিদায়, এটাই জীবন ।[এফবি পোষ্ট ২০১৬ ইং]

**
পুরাতন ডাইরির এক ছেরা পাতা -সূর্যটা যেন তোলনা মূলক অনেক বড় হযে যাচ্ছিল আর দেখতে দেখতে যেন ঢলে পরছিল মায়ের কুলে । চার পাশে যেন মনে হচ্ছে রংয়ের খেলা না অন্ধকার না আলো কি যে এক অপুরুপ সময় এর আগে কোন সময় এমন দৃষ্টি দুনয়নে এসেছিল বলে মনে পরছেনা ঠিক । বালকনিটার উপর বসেছিলাম হঠাত কোথা থেকে যেন এক ছোট বাজ পাখির বাচ্চা উড়ে এসে বসল জানালার গ্রিলের উপর, আর ওটাকে দেখেই হাও মাও করে উঠল এস এর ছোট ছেলেটা ।ভাবছেন এই এস আবার কে আর কি বা করছে আমার কাহিনীতে তাই না? এস নামটা আমার দেয়া এই কাহিনীর নাম [আসল নামটা আমরা নাই জানলাম] [০৭ ডিসেম্বর ২০১০ ইং] http://aaftab.net/blogDetail.aspx?b=43
**
সেই কবে থেকে হাটছি যেন কাল হতে মহাকালের দিকে ,প্রশস্ত রাস্তা দু চোখের দৃষ্টি সীমানাতে যা কিছু দৃশ্যমান শুধুই ধূসর মরু,হাটছি তো হাটছি ভাবনাতে কালবেলা যেন শেষ না হয় অস্তিত্বের সন্ধান পেতে, আমি হাটতে গিয়ে আবার থমেক দাড়াই, ভেবে পাইনা, কোথায় সেই অনাধিকালের মূর্তি মানব জীবন অস্তিত্ব ! যাকে খুজতে গিয়ে হাটছি অনাবরত হাহাকার মরু পিপাশুর মত, সন্ধানে শেষ সোনালী ভোর,তারুণ্য উড়ে উড়ে মেঘ হয়েছে আকাশের গায়,দৃষ্টি সীমার শেষ প্রান্তে ধূসর মরুর গায় সাদা কোয়াশার ফোঁটা ফোটা বিন্দু যেন উদ্যাণে ফুলের বর্ণিল সমারোহ যেন মিহি ধুলো,বিপ্রতীপ মায়ার যেন শুভ্রতা, রোদের বর্ষায় যেন অস্তিত্বের তপ্ত নিশ্বাস। সবকিছুই যেন কোথায় আটকে আছে অস্তিত্বের সন্ধানে ,শিকড়ের টানে আমার ছূটে চলা,আমার নিরবকাশ,গন্তব্যহীন,সঙ্গীহীন যাত্রা এই যেন আমি আমার অস্তিত্বের পাথর কুড়াই রোদের বর্ষায় আমি যেন,'আমি' হয়ে উঠি এই আশায়।[এফবি পোষ্ট ২০১৬ ইং]

**
কত গুলো বসন্ত এল আর বিদায় নিল এখন আর তা হিসাব করি না আর মনেও করতে চাই না, সব কিছুতেই পোরাতন পোরাতন একটা গন্ধ লেগে গেছে তারপরও প্রবাসী জীবনটাকে ঠিক ঠাক মত  বুঝতে পারছিনা আজও কিন্তু এত পোরাতন গন্ধের মাঝেও তোমার গন্ধটা অনেক বেশি মনে পড়ে......।যখন তোমাকে মনে পড়ে  প্রচন্ড একটা কষ্ট অনুভব হয় বুকের পাজরে,আমি জানি তোমার সুখের কাছে আমার এ কষ্ট কিছু না ,আমি জানি আমার এই লেখা তুমি পড়বেনা,তবুও তোমাকেই আমি লিখছি জানি জবাব দেবেনা,তবুও তোমাকেই লিখছি কেন লিখছি জানিনা,হয়ত কিছু বালার ছিল তোমাকে,কিন্তু কি?তোমার জন্যে এখন আর কষ্ট হয় না পাজরে,বুকের ভেতর আর কোন দীর্ঘশ্বাস জন্ম নেয় না,নিজেকে নিঃসঙ্গ মনে হয় না একবারও আমি এখন অনেক শক্ত কঠিন কোন পদার্থের মত যার মধ্যে নেই কোন অনুভুতী আমি আসলেই এখন অতীতকে পিছনে রেখে চলে এসেছি অনেকটা পথ,আর ইচ্ছে করেনা অতীত ভেবে কাঁদতে,তবে মাঝরাতে কেন জানি বুক ফেটে কান্না আসে,তার পরও কেন জানি মাঝে মাঝে তোমাকে আমার মনে পড়ে,হয়ত কিছু বলার ছিল যা বলা হয়নি শত কথার মাঝে । [ ১২ নভেম্বর ২০১২ ইং ] http://aaftab.net/blogDetail.aspx?b=128
**
দিনটা কি ছিল ঠিক মনে নেই তবে বারান্দার শেষ প্রান্তটাতে রুগ্ন দেহের সপ্নগুলোকে হামাগুড়ি খেতে দেখেছিলাম,যারা শত চেষ্টাতেও উঠে দাড়াতে পারছিলনা নিজের পায়ে ।এরই মধ্যে দেখলাম বাসনাটা তীর্থের কাকের মত চলন্ত ট্রেনটাকে দরার জন্য ছুটছে পিছে । এক দুটি হামাগুড়ি দেয়ার পরই যেন সপ্নটা বাসনার দাপটে ক্লান্ত হয়ে হাত পা ছেরে চিত হয়ে পরে গেল বারান্দার শুরুতেই ।তার পরও আজো দেহ বুজাটাকে উঠিয়ে নিজ কাদে পা বারালাম বারান্দার সেই শেষ প্রন্তটার দিকে, যে খানে ক্লান্ত হয়ে হাত পা ছেরে চিত হয়ে পরে আছে ... ।[এফবি পোষ্ট ২০১৬ ইং]

**
জীবনটা যেন যান্ত্রীক রুপ ধারন করছে দিন বা দিন কিছু বুঝতে পারছি না কি করব বা কিবা করা দরকার কোন কিছুতেই নেই কোন প্রকার আন্ততৃ্প্তি শুধু যেন লাভ আর লোকসানের খেলা । কেমন যেন একটা একাকিত্তের অভিশাপে ঘেরে রেখেছে জীবনটাকে, সপ্তাহের ছুটির দিন যেন কাটতে আসে যেন সময় থেমে যাই শেষ হবার নাম যেন নেইনা যেন মনে হয় ২৪ ঘন্টা ২৪০ ঘন্টা হয়ে যায় । অফিসে থাকলে অনেকটা ভাল সময় কাটে কাজের মাধ্যমে ব্যাস্ততার মধ্যে অনেকটা বাস্তবতার বাইরে,বাস্তবতা অনেকটাই নিরব ব্যাথারমত যা উঠেতঠিক কিন্ত দেখার মত হয়না,শুধু যার ব্যাথা সেই বুঝে ।দৈনিক ১৭/১৮ ঘন্টা কাজ করার পরও যেন কাজ করে তৃপ্তি মিঠেনা .......[০৯ অক্টোবর ২০১১ইং] http://aaftab.net/blogDetail.aspx?b=119

**
কিছু বলতে চেয়েছিলাম অনেক সময়ধরে কিন্তু বলাহলনা কিছুই তারপরও এ ভাবেই আছি, হয়ত বা কিছু বলব কিন্তু কি বলব আমারত কিছু বলার ঐ দিনও ছিলনা আর আজও নেই ।তোমাকে প্রথম যে চিঠিটা আমি দিয়ে ছিলাম তোমার বইযের মধ্যে তুই তার কি করলে আজও বললেনা, পড়েছিলে কি তুমি সেই চিঠিটা নাকি এমনি ফেলে দিয়েছিলে নাকি সেই চিঠিটা তোমার চোখেই পড়েনি ?চিঠিটার প্রতিটি শব্দে ছিল একটি প্রশ্ন বোদক চিন্হ যার কোন উত্তর আজও তোমার কাছথেকে আসেনি,যদি একটিরও উত্তর আসত তাহলে আজ তোমার এ করুন কথা আমাকে শুনতে হত কি?তোমার চোখ নোন্তা হবার আগেই না সাগরের বস লবনাক্ততা আমি দূর করে দিতাম,তোমার চোখের এক ভুন পানি থামাতে আমি না লড়ে যেতাম বিধাতার সাথে ।কিন্তু বিধীবাম তোমার চোখেতে ছিল তোমার সুন্দর্যের গরিমা অবহেলিত করে গেলে আমার সকল প্রশ্নের উত্তরকে ....[৩০ এপ্রিল ২০১১ ইং]http://aaftab.net/blogDetail.aspx?b=115
**
বুকে যখন যন্ত্রণার পাথরটা চেপে ধরে হৃদয়ের গভীরটা শব্দ শূন্য হয়ে পরে তখনও আবেগহীন কণ্ঠটা জানতে চাই - কেমন আছ ? জমাট বিবর্ণ নীল হয়ে শালীনতার মুখুটায় মিথ্যে অভিনয়ের অহমিকায় একেবারে শূন্যতায় !তার পরও আসলে আমি জানতে চাই না কেমন আছ,(জানি না কেমন আছো দিনগুলো কিভাবে কাটাও শুধু একবার এসে বলে যাও)।তোমার ঠিকানায় যাওয়া মানা তাইতো ঠিকানা দিয়ে যাওনি আমায়, আজো শুধু তোমার নামের বাহারি প্রদীপ জলে নেভে এফবির সন্ধানে ,এখানে (এফবিতে) হাজার নামের ভিড়ে এভাবে ওভাবে এখানে ওখানে কত ভাবে খুঁজেছি তোমায় খবর কি তুমি পাও । এখন মাসটা হয়ত জ্যৈষ্ঠ হবে পাকা আমে গাছগুলো হয়ত একেবারে নুয়ে পড়েছে সে খবর তো জান ভাল করেই ! শুধু নিজের খবর গোপন করে ! কবে কি বলেছি নেই মনে নেই ,সেই ভুল টুকু নিয়ে ভুল বোঝা এই আমায় ,এখানে ওখানে কত খুঁজেছি তোমায়, ক্লান্ত কত যে আজ খবর কি পাও।তোমার ভাবনায় কিছু এলোমেলো শব্দ মনটাকে করে উদাসীন,তোমার শূন্যতায় রাতের ধূসর মরুতায় হৃদয় কে করে তোলে বিষন্ন,তোমার অনুভবে এলোমেলো ভাবনা গুলো পাখা মেলে,তোমার ভাবনায় ধূসর এই মরুর কোন এক পথের মিলন শেষে হয়তো অজানায় ঝ'রে যাবে ক'ফোটা অশ্রু তোমার নামে,স্মৃতির দুয়ারে কথা হবে,মনের আকাশে জমবে ঘন বাদল,গলবে নয়ন অঝরে,দেখা হবে গোপনে জানবে না তুমি,প্রতিক্ষায় কাটবে কাল,অনন্ত যাত্রা,আমার পথ হবে অশ্রু প্লাবন,জীবন বদলে যাবে, ক্লান্তির মরুতায় অথচ কিছুই জানবে না তুমি তখনও আবেগহীন কণ্ঠটা জানতে চাইবে - কেমন আছ ?।[এফবি পোষ্ট ২০১৬ ইং]

**
যদি তুমি সমুদ্রের প্রথম লেহেরটার পরও দৃষ্টি দিয়ে দেখতে তবে তুমি দেখতে পেতে আমি কি নিয়ে ভাবছিলাম ।।যদি তুমি আমার মন সাগরের কিনারেও একবার আসতে তবু তুমি বুঝতে পারতে আমি কি ভাবে বেঁচে আছি ।।অহংকারের পর্থাটা সরিয়ে জানালার বাহিরে যদি দেখতে তবে জানতে কার অপেহ্মায় ছিলাম একা কি হয়ে ।।থাকত যদি তোমার ভরসা তুমিও চলতে সাথে পথ কিছুটা বাটতে চোখের নুনতা পানি হয়ত কিছুটা ।।যদি তুমি সমুদ্রের প্রথম লেহেরটার পরও দৃষ্টি দিয়ে দেখতে তবে তুমি জানতে কি নিয়ে ভাবছি এতটা ।।[০৬ মার্চ ২০১১ ইং] http://aaftab.net/blogDetail.aspx?b=105

**
শুনে ছিলাম বেঁচে থাকার জন্য শ্বাস নিতে হয়,শ্বাসত আমিও নেই প্রতি সময় নেই তাহলে আসলে কি আমি বেঁচে আছি? প্রতিদিন হাঁটছি খাচ্ছি সব কিছু ঠিকমত করার জন্য শ্বাস ও নিচ্ছি তার মানে কি আমি বেঁচে আছি ! কখনও কেন জানি নিজেকে অনেক বেশি দেখতে ইচ্ছে করে, আসলে কে এই আমি?শ্বাস নেয়াই কি বেঁচে থাকা....[২২ ফেব্রুয়ারী ২০১১ ইং] http://aaftab.net/blogDetail.aspx?b=99

**
কেমন আছ তুমি,সন্ধার পূর্বে কি ডালিমের ডালে ডাকে টুনটুনির বাচ্চা ।ডিম গুলোকি ফুটে বাচ্চা হয়ে গেছে,রংকি আধা তামাটে লালেলের মতই ।অনেক সময় বসে ছিলাম কিন্তু কি যেন হলো বুঝতে পারলামনা হঠাত করেই গাংচিলগুলো উড়তে লাগল,মনটা খারাপ হতে লাগল যেন কই আপনা ছেরে চলে যাচ্ছে অনেকটা সময় পাশেই ছিল আমার একাকিত্তের সঙ্গি হয়ে ।মনে পড়ল তোমাকে, কি করছ তুমি,এখনও কি তুমি সবুজ পছন্দ কর সেই আগেরই মত,এখনও কি জানালার পাশে দাঁড়িযে বৃষ্টির পানিতে হাত মেলে দিয়ে আনন্দে মুচকি হাঁসি হাঁস কেমন আছ তুমি ?ভালবাসা দিন কি বুঝে আসেনা,ভালবার কোন দিন তারিখ হতে পারেনা,ভালবাসার জন্য কোন ব্যাক্তির সামনে হওয়ার প্রযোজন পরেনা ভালবাসার জন শুধু চোখ বন্ধ করার প্রয়োজন হয় আমার,আর তুমি থাক পাশে ভালবাসি বলার প্রয়োজন পরেনা ভালবাসাই বলে দেয় ভালবাসি ।তার পরও তোমাকে বলি ভালবাসি,কেমন আছ তুমি....জানি ভাল ।[১১ ফেব্রুয়ারী ২০১১ ইং] http://aaftab.net/blogDetail.aspx?b=88

**
জীবনের প্রতিটি অধ্যায়ই থেকে ক্রমে ক্রমে বিদায় নিচ্ছে উম্মিধে,অন্ধকারে হারিয়ে যেতে বসেছে কিরণে,স্বপ্ন গুলো মরুর আঙ্গিনায় অনেকটায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হামাগুড়ি দিচ্ছে,যে এ বারই শেষ নিশ্বাসটা নিচ্ছে তার পরও কেন জানি কি জেন একটা বাকী রয়ে গেছে হৃদয়ে । মাথা নাড়া দিচ্ছে অন্ধকারে কিরণে জানতে চাচ্ছে এ পথের শেষ কোথায়? কোথা থেকে এসেছিলাম? যাবোই বা কোথায়? আর যেতে হবেই বা কতদূর ? ভালোবাসা আসলে কি? ভালোবাসা কতটুকু প্রয়োজন জীবনে? ভালোবাসা কাকে বলে? মানুষ কে কিভাবে হয়? আমিই বা কি?স্বপ্ন গুলো কেনই বা ফিকে হয়ে যায়? আঁধার,আঁধার,আঁধার জীবনে মাথা নাড়া দিচ্ছে অন্ধকারে কিরণে জীবনের প্রতিটি অধ্যায়ই থেকে ক্রমে ক্রমে তার পরও বিদায় নিচ্ছে উম্মিধে ।[এফবি পোষ্ট ২০১৬ ইং]

**
সংসার জীবন আসলে কিছু না আজ আছিত কাল নেই সন্তানের মাঝে খুজিনাআমি আমরা ভবিষ্যৎ না। বাংলা সাহিত্যে রবীন্দ্রনা বেঁচে আছে তার কর্ম দিয়ে তাঁর পুত্রকে দিয়ে নয়!মাদার তেরেসা কেউ নেই পৃথিবীতে তার পরও সমস্ত পৃথীবিটা আজ তার । সংসার জীবন মৃত্তুতে সমাপ্তি ঘটে আর কর্ম চীরজিবি হয়ে থাকে তাই কর্ম-ই সব ব্যাক্তি কিছু না , কর্ম দিয়ে যখন নিজেকে ব্যাক্তি থেকে প্রতিষ্ঠানে রুপান্তর করতে পারবে তখনই তুমি জীবিত অবস্থায় অন্যথা একটি পাথর আর তোমার মধ্যে কোন পার্থক্য নেই কর্ম যার কোন মৃত্তুনেই আমি সন্যাসী নই তার পরও সংসার জীবন-ই সব মানতে রাজী নই কিছু সময়ের জীবনের চে মৃত্তুর পরও মানুষের মাঝে বেঁচে থাকা আমার বেশি পছন্দ “আমি চিরজিবী হতে চললাম”............{অনেক আগে নিজেকে বলা কিছু কথা ১৯৯৮ইং সানি }



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কলাম বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই