তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গৌরীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
[ভালুকা ডট কম : ১৬ আগস্ট]
ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৫ আগস্ট) রাতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন আহমেদ এম.পি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, যুব সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ সাদেকুর রহমান সেলিম, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, বোকাইনগরের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন খান, তানভীর আহাম্মেদ রাজীব প্রমুখ। ৩নং অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই