তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কাউখালীতে নৌ ধর্মঘটে ঢাকাগামী যাত্রীরা চরম দূর্ভোগের শিকার

কাউখালীতে নৌ ধর্মঘটে ঢাকাগামী যাত্রীরা চরম দূর্ভোগের শিকার
[ভালুকা ডট কম : ২৪ আগস্ট]
অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কাউখালী থেকে ঢাকাগামী শত শত যাত্রী কাউখালী লঞ্চ ষ্টেশন থেকে অগত্যা বাড়ি ফিরে গেছেন।

প্রতিদিন কাউখালী ষ্টেশন থেকে ৪টি লঞ্চ ও ১টি ষ্টীমার ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যেতো। নৌ ধর্মঘটের কারনে বুধবার টিপু -৬ ও ষ্টীমার এম ভি মধুমতি অল্প সংখ্যক যাত্রী নিয়ে ছেড়ে যায়। বাকী রাজদূত ৭ ও পূবালী-১ নৌ ধর্মঘটের কারনে ছেড়ে যায়নি। ফলে ঢাকায় ব্যবসা বাণিজ্যের জন্য কাঁচামাল সহ বিভিন্ন পচনশীল পন্য পাঠাতে না পেরে ব্যবসায়ীরা চরম হতাশার মধ্যে রয়েছে।

এদিকে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ব্যবসায়ীরাসহ ঢাকাগামী বিভিন্ন ধরনের শত শত যাত্রীরা সময়মত ঢাকায় যেতে না পারায় চরম দূর্ভোগের মধ্যে পড়েছেন। এ ব্যাপারে লঞ্চঘাটের সুপারভাইজার লাভলু সিকদার জানান, নৌ ধর্মঘটের কারনে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফিরে যেতে বাধ্য হয়েছে। দুই এক দিনের মধ্যে ধর্মঘটের অবস্থা স্বাভাবিক হতে পারে।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
কাউখালী পিরোজপুর।
তারিখঃ ২৪.০৮.১৬ইং



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই