তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার

কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার
[ভালুকা ডট কম : ১০ সেপ্টেম্বর]
উপকূলে এখন চলছে আমন আবাদের মৌসুম। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় আমনের চারা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার বিক্রির ভাসমান বাজার।

কাউখালী শহরের দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর কাছে সন্ধ্যা নদীর পাড়ে সপ্তাহের শুক্রবার ও সোমবার দুই দিন বসছে আমন চারার হাট। কৃষক ছুটছেন কাউখালীর ওই ভাসমান চারার হাটে।  কাউখালী অন্য এলাকার তুলনায় উচু বলে এখানে জলাবদ্ধতা তেমন নেই। ফলে বীজতলা নষ্ট হয়নি। এ কারণে অন্য এলাকার কৃষক আমন চারার সংকট কাটাতে কাউখালীর এ ভাসমান হাটে আসছেন। এখানে পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও বাগেহাটের কৃষক চারা কিনতে আসছেন।  

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ বলেন, এবার উপকূলীয় অঞ্চলে আমন চারার সংকট চলছে। তবে কাউখালীতে এ সংকট নেই । এখানে এবার ভাল বীজ উৎপাদন করেছেন কৃষক। তাছাড়া এখানে বাণিজ্যিকভাবেই কৃষক আমন চারা উৎপাদন করছেন। ফলে কাউখালীতে গড়ে উঠেছে আমন ধান চারার ভাসমান বাজার।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
কাউখালী পিরোজপুর।
তারিখঃ ১০/০৯/২০১৬ইং




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই