তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কক্সবাজার কেজি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট সম্পন্ন

কক্সবাজার কেজি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট সম্পন্ন
[ভালুকা ডট কম : ১৬ সেপ্টেম্বর]
পর্যটন শহর কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার কেজি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর ২০১৬) বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মধ্যে খেলাটি গোলশূণ্য ড্র থাকায় বিজয়ী নির্ধারিত হয় পেনাল্টি শুট আউটের মাধ্যমে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্ণামেন্ট এর হট ফেভারিট জেনেসিস ফুটবল দলকে। প্রাক্তন ছাত্রদের প্রাণের এই আয়োজন উৎসর্গ করা হয় স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক তাহেরা বেগম ম্যাডামকে।

ফাইনালে স্কুলের বর্তমান ও সাধারণ ছাত্র-ছাত্রীদের সরব উপস্থিতির মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের সম্মানিত প্রাক্তন সিনিয়র শিক্ষক হাসিনা চৌধুরী লিলি, বিদ্যালয়ের বর্তমান সিনিয়র শিক্ষক আবুল আজম চৌধুরী, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, রেখা নন্দী এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ-সভাপতি জসীম উদ্দীন, রতন দাস, প্রফেসর জসীমউদ্দীন প্রমুখ।

জেনেসিস দলের স্ট্রাইকার কায়সার হামিদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং এফসি ভেলোরাস সিটি'র গোলরক্ষক শাকিল সরোয়ার ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। উপস্থিত বক্তারা মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা এবং স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্যবোধ বিনির্মাণে এরকম বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।

বার্তা প্রেরক
চৌধুরী মুহম্মদ রাফসান ইসলাম প্রিয়ম
কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই