তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল নয়রে বাবা কশাইখানা (চুরখাই-ময়মনসিংহ)

একটি মন্তব্য প্রতিবেদন
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল নয়রে বাবা কশাইখানা (চুরখাই-ময়মনসিংহ)
[ভালুকা ডট কম : ২৫ সেপ্টেম্বর]
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল (চুরখাই-ময়মনসিংহ) নয়রে বাবা কশাইখানা-কথাটি বললেন ভালুকা উপজেলার বেসরকারী প্রতিষ্ঠানের একজন শিক্ষক মোঃআক্কাছ আলী ২২ সেপ্টেম্বর বৃস্পতিবার রাতে হঠাৎ বুকের ব্যথায় ভোগছিলেন ।সকাল হলো পরদিন শুক্রবার তখন চিকিৎসার প্রয়োজনে ভাবলেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে  হয়তো উন্নত চিকিৎসা পাব কিন্তুু না তিনি দেখেন চিকিৎসার নামে চলছে প্রহশন আর কশাইখানার ব্যাবহার ।

ভোক্তভোগি শিক্ষক আরও জানান শুক্রবার সকাল ৭টা ২০মিনিট দারোয়ান ছাড়া সবাই ঘুমিয়ে আছেন।দারোয়ানকে জিজ্ঞাস করলাম ভাইয়া ভর্তি হবো আমিতো চিনিনা আমাকে দেখিয়ে দিন্না ভাই দেখালেন পেলাম একজনকে তিনি  আবার ভর্তির কথা শুনে আরেকজনকে ঘুম থেকে ডেকে আনলেন দিলাম দু’জনকে ৪০টাকা।ঘুম থেকে উঠে আসা লোকটি ডাক্তার কিনা জানিনা তিনি বললেন চিকিৎসা নিলে ভর্তি হতে হবে।কি আর করা ভর্তি হবো।তিনিএকটা কাগজে নাম ঠিকানা লিখে আবার পাঠালেন আরেক রুমে।চিন্তা করলাম যাক বাবা এখানে টাকা লাগেনি।কি আর করবো ঐরুমে কাগজ নিয়া গেলাম কাগজ দেখে বললেন ৯৩০টাকা দেন কিন্তু কথা না বলে দিলাম এখান থেকে ১০টাকা কোথায় গেল তাও আবার জানিনা।তিনি বললেন ১০নম্বর ওয়ার্ডে যান কাগজগুলো নিয়ে  সামনে যাচ্ছি আর ভাবছি সামনে জানি আরও কি আছে। যেতে যেতে দেখি ১০ নম্বর ওয়ার্ড লিখা  বিতরে ঢুকলাম দেখি রোগীরা কেউ ঘুমাচেছ আবার কেউ গল্প করছে।

এতোক্ষনে ডাক্তার বা নার্স কেউ চোখে পরেনি।ঘুরতে ঘুরতে সামনে দেখি একজন মহিলা ঝাড়ু দিচ্ছেন তিনি দেখে বললেন আপনি কি রোগী  আমি বললাম জি তারপর তিনি বাথরোমের কাছে একটি বেডে শুইতে বললেন শুইলাম  আবার তিনি একটা মেশিন আনলেন কাছে আসলে বুঝতে পারলাম এটা নাকি ইসিজি মেসিন।তিনিই আবার ইসিজি করে বললেন ভাল আছে সমস্যা নাই।আগের দিন রাতে ঘুমাইনি হঠাৎ ঘুমিয়ে পড়লাম উঠে দেখি কে বা কাহারা লিখে রাখছেন ব্যাথার একটি রিজারবিক্র টেবলেটের নাম কিনলাম খাইলাম।আরও লিখা আছে ব্লাড এবং এক্্ররে পরিক্ষা করতে হবে।পরিক্ষা করতে গেলাম দিলাম ৬০০টাকা।দেখলাম যিনি পরিক্ষা ফি নিলেন তিনিই আবার পরিক্ষা করলেন এবং রিপোর্ট দিলেন। কিন্তু কোনো ডাক্তারের দেখা পাচ্ছিনা।হঠাৎ একজন সিস্টারকে দেখলাম তাকে বললাম ডাক্তার কখন পাবো বললেন আজ নয় কাল।কি সমস্যা আমাকে বলুন শুনে নিরব থাকলাম।মনে মনে বললাম মায়ের কাজ কি মাশি দিয়া হবে?

শুক্রবার রাতে আমার শশুর-শাশুরী,স্ত্রী,সন্তান গেল কিন্তু আমার শশুর আমাকে না জানিয়ে একটি কেবিন রেডি করলেন যার ভাড়া প্রতিদিন ১৫০০ টাকা তিনি পরিশোধ করে দিয়ে আসেন।পরদিন আমার শমুন্ধী যান এবং ভালুকা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফখরউদ্দিন বাচ্চু সাহেবের ভাতিজা ডাক্তার তোফায়েল আহম্মেদ রাসেল এর সাথে পরিচয় হয় তিনি আবার ভালুকায় ডায়াবেটিস আবার ওখানে দেখলাম হার্টের ডাক্তার।ভাবলাম এলাকার লোক ভালো চিকিৎসা আর একটু স্বস্থি পাব কিন্তু কই পাইলামনা তিনিও  আবার দুটো পরিক্ষা (আলট্রা ও এক্সরে) দিলেন ওখানে গিয়ে ১৪০০টাকা দিলাম।এক্সরে যিনি করলেন এবং তিনি রিপোর্ট দিলেন।

আলট্রা করতে গিয়ে দেখি নেমপ্লেটে একজন আর বিতরে আরেকজন।রিপোর্ট গুলি ডাক্তার রাসেলকে দেখালাম তিনি বললেন সমস্যা নাই আরো দু’দিন থাকেন আর যে একটা ব্যথার টেবলেট দেয়া হয়েছে তা খেয়ে যান।চিন্তা করলাম যদি ঐ টেবলেটে চলে তাহলে বাসা চলে যাই।ছুটি নিতে গেলাম বলল আজ নয় কাল বড় স্যার  আসবে পরে ছুটি।তবু অনেক অনুরোদ করে রাজি করালাম।হিসাব নিকাশের জন্য ক্যাশ কাউন্টারে গেলাম ওখানে ১ঘন্টা পর কাগজপত্র দেখে বলল আমাকে নাকি কেবিন ভাড়া আরও ৫০০টাকা দিতে হবে ।কেন দিতে হবে আমার শশুর টাকা পরিশোধ করে গেছেন রিসিটে পেইট লেখা আছে।

আমার কথা না শুনে বললেন কেভিনের ভাড়া ২৫০০টাকা বললাম আপনারা কি সরকারি নিয়মে চলেননা তিনি হেসে বললেন প্রাইভেট প্রতিষ্টানের সরকার বা সরকারী নিয়ম আছে নাকি।এক পর্যায়ে ডাক্তার এমদাুল হক শিক্ষা এবং রাজনৈতিক প্রভাবে কথা বললেন।তিনি নাকি অনেক শিক্ষিত  সে এবং তার পরিবার রাজনৈতিক পরিবারের নেতা। বাংলাদেশ সরকার ও হাসপাতাল কতৃপক্ষের  কাছে বিনীত অনুরোধ হাসপাতালের ভিতরের অবস্থা যদি এই হয় তাহলে সাধারন জনগণ যাবে কোথায়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই