তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২৫ সেপ্টেম্বর]
রবিবার সকালে ঝিনাইদহ কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে একীভূত ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরুস্কার বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশনের পরিচালক কমৃসূচি আশাবুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএক.এম হাফিজুল্লাহ আজাদ। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহাকারি শিক্ষক রোজিনা খাতুন, সহাকারি শিক্ষক শাহনাজ বেগম, প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সুরাইয়া পারভীন শিল্পি,প্রকল্পের ফ্যামিলি এ্যান্ড গ্রুপ মোবিলাইজার এনামুল কবির টিপু , শিক্ষক মাকসুদা আক্তার স্বর্ণা প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।

‘সোশ্যাল ইনক্লুশন অব ডেফ চিল্ড্রেন এ্যান্ড ইয়াং পিপুল ইন বাংলাদেশ’ (এসআই-ডিসিওয়াইপি) প্রকল্পের আওতায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী,সাধারন শিক্ষার্থী, কিশোর-কিশোরী,যুবক-যুবতী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনে দৌড় প্রতিযোগিতা,দড়িলাফ,মরগ লড়াই,মারবেল দৌড়, একশ মিটার দৌড়,ব্যাঙ লাফ,চকলেট দৌড়, অভিভাবকদের চিপস বদল সহ ৭ খেলায় অংশ নেয়।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের ফ্যামিলি এ্যান্ড গ্রুপ মোবিলাইজার এনামুল কবির টিপু। অনুষ্ঠানে শিক্ষক,প্রতিবন্ধি শিশুকিশোর, প্রতিবন্ধি শিশুদের অভিভাবক,চাইল্ড ক্লাবের সদস্য,প্যারেন্স ক্লাবের সদস্য,বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার-মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক ভাবে সহযোগিতা করেন সুরাইয়া পারভীন শিল্পি ও শিক্ষক মাকসুদা আক্তার স্বর্ণা ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই