তারিখ : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে ১৮ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

গফরগাঁওয়ে ১৮ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
[ভালুকা ডট কম : ২৬ সেপ্টেম্বর]
হিন্দু সম্প্রদায়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনে লাক্ষ্যে গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এবছর গফরগাঁও ও পাগলা থানা এলাকাধীন ১৮টি পূজা মন্ডপে শারদী  দুর্গোৎসব উদযাপিত হবে।দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন শিল্পিরা।

পৌর শহরের পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে,মন্ডপ গুলোতে প্রতিমা তৈরীর কাজ এখন শেষ পর্যায়ে।বাকী শুধু রংতুলী ও গহনা পড়ানোর কাজ।শহরের পন্ডিতপাড়া এলাকার মৃৎশিল্পিরা জানান, এবছর একাধিক মন্ডপে প্রতিমা তৈরীর কাজ পেয়েছি।৫/৬দিনের মধ্যে মন্ডপের প্রতিমাকে গহনা পড়ানো ও রং তুলির কাজ করা হবে।গফরগাঁও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার জানান,উপজেলার গফরগাঁও থানাথীন ৮টি এবং পাগলা থানা এলাকাধীন ১০মন্ডপে পূজা উদযাপিত হবে।আগামী ৭অক্টোবর শারদীয়া দুর্গা দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজানুষ্ঠান শুরু হয়ে ১১ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মদ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।

উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু জানান,শান্তি পূর্ণ পরিবেশে পূঁজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই