তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধ্বস

ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধ্বস
[ভালুকা ডট কম : ২৭ সেপ্টেম্বর]
হঠাৎ করেই ঝিনাইদহে পেয়াঁজের বাজার পড়ে গেছে। আকস্মিক এই ধ্বসে ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। মঙ্গলবার জেলার বৃহৎ পেয়াজের বাজার শৈলকুপায় দাম অর্ধেকে নেমে এসেছে। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ।

শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে মৌসুমে ১০০০ থেকে ১৫০০ টাকা মন পেয়াজ বিক্রি মঙ্গলবার ৫০০ থেকে ৭০০ টাকা মন বিক্রি হচ্ছে। সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পিয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন। এখন সেই পেয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পিয়াজ কিনেছিলেন। কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে। তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬১৩৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৬১৫ হেক্টর বেশী এবং ভাল ফলন হওয়ায় বর্তমানে চাহিদার চেয়ে বাজারে যোগান বেশী হয়ছে। তিনি এই দাম পড়ে যাওয়ার পেছনে ভারতীয় পেয়াজকে দায়ী করছেন না।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই