তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন এডিপি’র, উদ্যোগে লাইব্রেরী স্থাপন

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন এডিপি’র, উদ্যোগে লাইব্রেরী স্থাপন
[ভালুকা ডট কম : ২৮ সেপ্টেম্বর]
ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস গড়ে তোলা, পাঠ্য বই বহিঃর্ভূত জ্ঞানার্জন এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আচারগাঁও ইউনিয়ন পরিষদ ও সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নান্দাইল উপজেলার সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং আচারগাঁও ইউনিয়ন পরিষদে দুইটি কমিউনিটি পাঠাগার স্থাপন করা হয়েছে।

নান্দাইল পৌরসভার  মেয়র  মোঃ রফিক উদ্দিন ভূইয়া এবং আচারগাঁও ইউনিয়নের  চেয়ারম্যান এ.কে.এম. মোফাজ্জল হোসেন কাইয়ূম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো.ফজলুল হক ভূইঁয়া ও সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশনের পক্ষ হতে ১৫৪ প্রকারের ৬৬৬ টি করে বই এবং ২ টি করে বুক সেল্ফ প্রদান করা হয় লাইব্রেরী দুইটি স্থাপন করার লক্ষ্যে।

এছাড়া উভয় প্রতিষ্ঠানের পক্ষ হতে স্ব স্ব প্রতিষ্ঠানের একটি করে কক্ষ বরাদ্দ করা হয় যাতে লাইব্রেরীর কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালিত হতে পারে। এছাড়া লাইব্রেরীর কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উভয় প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে নান্দাইল এডিপি’র ম্যানেজার সিবাষ্টিয়ান পিউরীফিকেশন অনুষ্ঠানে সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন ।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই