তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাদইহে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরন

ঝিনাদইহে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরন
[ভালুকা ডট কম : ৩০ সেপ্টেম্বর]
শুক্রবার বিকালে ঝিনাইদহে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৫-১৬ অর্থ বছরের ১১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার বিকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার।জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।

স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ফেডারেশনের সভানেত্রীনাসরিন ইসলাম,ইউ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরীফা আক্তার।

অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমূখ।আলোচনা শেষেপ্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার ও অতিথিগন বিভিন্ন ক্যাটাগরি ৬০টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে চেক হস্তান্তর করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই