তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেদে পল্লীর জীবন যাত্রায় আধুনিকতার ছোয়া থাকলেও নেই শিক্ষার ছোয়া

বেদে পল্লীর জীবন যাত্রায় আধুনিকতার ছোয়া থাকলেও নেই শিক্ষার ছোয়া
[ভালুকা ডট কম : ১০ অক্টোবর]
পিরোজপুরের কাউখালী উপজেলার বন্দর সংলগ্ন চিরাপাড়া নদীর তীরে বেদেদের ১৬টি  নৌকার বহর গত কয়েকদিনের জন্য আশ্রয়  নেয়। বেদে পল্লীর প্রায় প্রতিটি নৌকাতে রয়েছে একটি করে সোলার বিদ্যুৎ প্যানেল, ফ্যান ও টেলিভিশনসহ আধুনিকতার ছোয়া থাকলেও নেই শিক্ষার ছোয়া।

বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সবচেয়ে  বৈচিত্র্যময় ও সমস্যা সংকুল হলো বেদে সম্প্রদায়ের জীবন। এরা মূলত আমাদের দেশে বাদিয়া বা বাইদ্যা নামে পরিচিত। অনেক সময় এদের যাযাবরও বলা হয়। বেদেরা সাধারণত নৌকায় বাস করে। তাছাড়া জীবনের যাবতীয় কাজকর্ম এরা নৌকাতেই সেরে থাকে। নৌকাই সাধারণত তাদের আবাসস্থান। কোনো নদী বা খালের কিনারায় সারি সারি ছোট ছোট অসংখ্য ছইওয়ালা নৌকা বাধা থাকলে  বোঝা যায় এগুলো বেদে নৌকার বহর। এক স্থান থেকে অন্য স্থানে, এক নগর থেকে আরেক নগরে ঘুরে বেড়ায় নৌকা দিয়ে।

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীর ভাসমান বেদে পল্লীর প্রায় প্রতিটি নৌকাতে রয়েছে একটি করে সোলার প্যানেল, টেলিভিশনসহ আধুনিকতার ছোয়া। জীবন-জীবিকা কঠিন হলেও এতটুকু সুবিধা নিতে  কার্পণ্য করছেন না তারা। বেদে পল্লীতে আধুনিকতার ছোয়া থাকলেও দেখা যায়নি বেদে শিশুদের শিক্ষা গ্রহণ করার জন্য সেরকম কোন ব্যবস্থা।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
কাউখালী পিরোজপুর।
তারিখঃ ১০-১০-২০১৬ইং




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই