তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কাউখালীতে মাদ্রাসার এতিম শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

কাউখালীতে মাদ্রাসার এতিম শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
[ভালুকা ডট কম : ১০ অক্টোবর]
পিরোজপুরের কাউখালী উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মাদ্রাসা এতিমখানা বহুমুখী কমপ্লেক্স এর ৫০ জন এতিম শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ হওয়ার লক্ষ নিয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মানুষ হব মুক্তিযুদ্ধের চেতনায় এ বক্তব্য সামনে রেখে সোমবার কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ৫০ জন এতিম শিক্ষাথীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে জাতীয় পতাকার প্রচ্ছদ অংকিত খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। আমরা মানুষ হব মুক্তিযুদ্ধের চেতনায় এই ব্রত নিয়ে শিশুদের শপথ পড়ান পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম হোসেন। পরে মাদ্রাসার  পরিচালক মো. সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক ইদ্রিস হাওলাদার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম, কাউখালী কে.জি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. তাহমিদ ও শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু।

উল্লেখ্য কাউখালী উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মাদরাসা এতিমখানা বহুমুখী কমেপ্লক্সটি ১৯৮৮  সালে প্রতিষ্ঠিত হয় । এখানে ৫০জন এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বহুমুখী শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী কোন প্রকার সরকারি অনুদান ছাড়াই নিরলসভাবে প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। স্থানীয় দানশীল মুসলিম ব্যক্তিদের অনুদানেই চলছে অত্র প্রতিষ্ঠানটি। এতিমখানায় বসবাসকারী এতিমদের শুধুমাত্র সমাজকল্যান মন্ত্রণালয় থেকে আহার্য্য বাবাদ (ক্যাপিটেশন) বরাদ্দ দেওয়া হয়।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
কাউখালী পিরোজপুর।
তারিখঃ ১০/১০/২০১৬ইং



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই