তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালুর লক্ষে অভিভাবক সমাবেশ

গৌরীপুরে প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালুর লক্ষে অভিভাবক সমাবেশ
[ভালুকা ডট কম : ২২ অক্টোবর]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রাথমিক স্কুলগুলোতে মিড ডে মিল চালুর লক্ষে শনিবার (২২ অক্টোবর) বিকেলে বোকাইনগর ইউনিয়নে বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশে মিলিত হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম খান।

সমাবেশে তিনি প্রাথমিক স্কুলের শিশুদের শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের জন্য মিড ডে মিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। তাই তাদের প্রতি সকল অভিভাবকে যত্নবান হতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন শিক্ষকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ  গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় তিনি  গৌরীপুর উপজেলাকে প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন এ উপজেলার প্রাইমারী স্কুলের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এ লক্ষে সকল প্রাথমিক স্কুলের শিক্ষককে সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে।

বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক শংকর চাকীর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অত্র স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক গোলাম আকবর, অভিভাবক মতিউর রহমান মজনু প্রমুখ।

এর আগে অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম উপজেলার রামজীবনপুরে আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে মিলিত হন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই