তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক নিহতের ঘটনায় বাকৃবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক নিহতের ঘটনায় বাকৃবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন
[ভালুকা ডট কম : ২৯ নভেম্বর]
ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষক নিহতের ঘটনায় এবং জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সহ-সভাপতি জুনায়েদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আনন্দমোহন কলেজ শাখার সহ-সভাপতি আরিফুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রর সংগঠক রিয়াদ হাসান প্রমূখ।

বক্তারা ফুলবাড়িয়া ডিগ্রী কলেজকে জাতীয়করণের ন্যায্য অধিকারের দাবীতে আন্দোলরত শিক্ষক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন পুলিশের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার দ্রুত বিচারের দাবী জানান।

উল্লেখ্য, রবিবার কলেজ ক্যাম্পাসে ঢুকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালায়। এতে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদসহ ২ জন পুলিশের পিটুনীতে নিহত হন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই