তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ক্যান্সারে আক্রান্ত শিশু নুসরাতের চিকিৎসায় সাহায্যের আবেদন

ক্যান্সারে আক্রান্ত শিশু নুসরাতের চিকিৎসায় সাহায্যের আবেদন
[ভালুকা ডট কম : ১০ ডিসেম্বর]
সহায় সম্বল বিক্রি করে ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যা নুশরাত জাহান ইশার (৭) চিকিৎসার জন্য ছুটে বেড়াচ্ছেন যশোর শহরের চৌরাস্তার বাসিন্দা উবায়দুল হক ও হাজেরা বেগম দম্পতি। ইতোমধ্যে তাদের অনেক অর্থ ব্যয় হয়ে গেছে। কিন্তু তার দুরারোগ্য ব্যাধির কিছুতেই কিছু হচ্ছে না। এখনো অনেক অর্থের দরকার চিকিৎসার জন্য। ইতোমধ্যে তার দুইবার কেমো দেয়া হয়েছে। আরো কয়েকবার কেমো দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

মেয়েটির মা হাজেরা বেগম জানান, নুশরাতকে চলতি বছরের প্রথমদিকে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে ভর্তি করা হয়েছিল। কিন্তু একদিন স্কুলে যাওয়ার পর ধরা পড়ে ক্যান্সার। এরপর থেকে চিকিৎসার জন্য ছুটে বেড়ানোর ফলে তার আর স্কুলে যাওয়া হয়নি। বর্তমানে ইশার চিকিৎসা চলছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়ে গেছে। মেয়েটিকে বাঁচাতে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ইশার বাবা উবায়দুল হক ইজিবাইক চালক। এতে কোন রকম সংসার চলে। কিন্তু চিকিৎসার বড় ব্যয়ভার মেটানো দুষ্কর হচ্ছে। তাই সমাজের সবশেনীর মানুষের কাছে ফুটফুটে মেয়েটির জন্য সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা-
কামাল হোসেন বাবুর্চি, চৌরাস্তা কোতয়ালী থানার মোড় মসজিদ গলি, যশোর।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই