তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপিত

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপিত
[ভালুকা ডট কম : ১০ ডিসেম্বর]
বেসরকারি সংস্থা দীপশিখা ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চত্বরে বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শনিবার সাড়ে ১১ টায় সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশের দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দীপশিখার এরিয়া ম্যানেজার এরশাদ আলী, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি টিএম কামরুজ্জামান লাবু প্রমুখ।

আলোচনা পুর্ব একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী নিমগাছি বাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় দীপশিখার সুফলভোগী রায়গঞ্জের ধামাইনগর, সোনাখাড়া ও তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কয়েক শত আদিবাসী নারী উপস্থিত ছিলেন।

বক্তারা বেগম রোকেয়ার আদর্শ মন্ডিত কর্ম জীবনের বিশাল ব্যপ্তির কথা উল্লেখ করে শিক্ষা গ্রহনের মাধ্যমে জীবন গঠন ও স্বাবলম্বী হওয়াসহ বাল্য বিবাহ নিরোধে নারীদের উপযুক্ত মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানান। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই