তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে ভলিবলে চ্যাম্পিয়ান কন্যাদের বিজয় উল্লাস

গৌরীপুরে ভলিবলে চ্যাম্পিয়ান কন্যাদের বিজয় উল্লাস
[ভালুকা ডট কম : ৩০ ডিসেম্বর]
ময়মনসিংহের গৌরীপুরে এবারও ভলিবলে চ্যাম্পিয়ান রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়। জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় এ কৃতিত্ব অর্জন করেন। বিরতীহীনভাবে ৫মবার চ্যাম্পিয়ান হওয়ায় কন্যারা বিজয় উল্লাসে মেতে উঠেন। তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধিত করেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মঞ্জুর আহমেদ বাহারের দিকনির্দেশনায় খেলায় অংশ নেন রোজিনা আক্তার, তাসলিমা, রোবিলা, তানজিম, সুইটি, তামান্না, খাইবুন্নাহার, নার্গিস, তানজিলা, ইতি, ফেরদৌস ও সাথী আক্তার। এবারও চ্যাম্পিয়ান হওয়ায় অভিনন্দন জানান ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, প্রধান শিক্ষক মোঃ আবদুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর/১৬) বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, মনাটীর মোঃ শাহজাহান, শ্যামগঞ্জ বালকের মোঃ মিজানুর রহমান, সিধলার মোঃ জামাল উদ্দিন, তালে হুসেনের মোঃ আবুল হাসেম, শ্যামগঞ্জ বালিকার মোঃ মিজানুর রহমান, কবুলেন্নেছার মোঃ আহাম্মদ হোসেন, অগ্রদূত নিকেতনের ম. নুরুল ইসলাম, লামাপাড়ার এম. শাহজাহান, লংকাখোলার মোঃ হাফিজুর রহমান, নুরুল আমিনের মোঃ আজিজুল হক।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই