তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে বিটিসিএলের ৫শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন,রাজস্ব হারাচ্ছে সরকার

গফরগাঁওয়ে বিটিসিএলের ৫শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন,রাজস্ব হারাচ্ছে সরকার
[ভালুকা ডট কম : ০২ জানুয়ারী]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিটিসিএলের আওতাধীন (টিএন্ড টি)প্রায় ৫শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এক মাস যাবত।এতে ব্যবসা বাণিজ্যেও ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে বিটিসিএল গ্রাহকরা।
 
 খোঁজ নিয়ে জানা যায়,বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স(বিটিসিএল)আওতাধীন ইউনিয়ন ও উপজেলা সদরের সরকারী অফিস সমুহে রাস্তা কেটে অপটিক্যাল ফাইবারের ক্যাবল বসানোর ফলে বিটিসিএলের ক্যাবল সর্ম্পুন্ন ভাবে কেটে গেছে।ফলে প্রায় এক মাস যাবত বিচ্ছিন্ন রয়েছে গফরগাঁওযের টেলিফোনের সংযোগ।এতে পাঁচশতাধিক সরকারী ও বেসরকারী টেলিফোন গ্রাহক বিটিসিএলের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব হতে।২০০১ সালে গফরগাঁও এক্সচেঞ্জ ডিজিটাল হওয়ার সময় সম্পুন্ন নতুন ভাবে টিএন্ডটি আন্ডার গ্রাউন ক্যাবল বসানো হয়।সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন র্বোড (পিডিবি)র আওতারধীন সেন্ট্রাল জোনের ঠিকাদার পিডিবির খুটি (পুল) স্থাপন করার সময় এবং অপটিক্যাল ফাইবারের ক্যাবল বসানোর ফলে বিটিসিএলের ক্যাবল  সর্ম্পুন্ন কেটে ফেলা হয়।পর পর দু’বার ক্যাবল কেটে ফেলার কারণে গফরগাঁওয়ে বিটিসিএলের গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এতে গফরগাঁও টেলিফোন এক্সচেঞ্জ বন্ধ হওয়ার পথে।বিটিসিএল গ্রাহকরা বারবার অভিযোগ করার পরও ময়মনসিংহ বিভাগীয় প্রকৌশলী (বিটিসিএল)ও উপ-বিভাগীয় প্রকৌশলী কোন ব্যবস্থা নিচ্ছে না।
    
 গফরগাঁও বাজারের ব্যবসায়ী টেলিফোন গ্রাহক মোঃ ওমর ফারুক জানান,টেলিফোনটি মাসের পর মাস খারাপ থাকার ফলে আমার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে।স্থানীয় টেলিফোন অফিসে অভিযোগ করেও কোন ধরনের কাজ হচ্ছে না।এব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী এবং টেলিফোন এক্সচেঞ্জ এর উপ-সহকারী প্রকৌশলীকে জানানোর পরেও কোন কাজ হচ্ছে না বলে গ্রাহকরা অভিযোগ করেন।অভিযোগ উঠেছে বিটিসিএল উপ-সহকারী প্রকৌশলী নিয়মিত গফরগাঁও টেলিফোন বিনিময় কেন্দ্রে আসে না।

এব্যাপারে গফরগাঁও টেলিফোন বিনিময় কেন্দ্রে লাইনম্যান সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সে জানায়,অপটিক্যাল ফাইবার বসানোর ফলে টিএন্ডটির আন্ডার গ্রাউন্ ক্যাবল কেটে ফেলা হয়েছে।এখন আমার একার কিছু করার নেই।অপটিক্যাল ফাইবার বসানোর গফরগাঁও উপজেলা শহরের সবগুলো টেলিফোন  লাইন বর্তমানে অচল হয়ে পড়েছে।তাই জরুরী ভিত্তিতে ক্যাবল সংযোগ দিয়ে লাইন গুলোর  চালুর দাবি জানিয়েছেন গ্রাহকরা।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই