তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি- ২এর পরিচালক নির্বাচনে জাহাঙ্গীর আলম জয়ী

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি- ২এর পরিচালক নির্বাচনে জাহাঙ্গীর আলম জয়ী
[ভালুকা ডট কম : ০৬ জানুয়ারী]
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে নির্বাচন বৃহস্পতিবার পত্নীতলায় উপজেলা সদর নজিপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানাগেছে, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পত্নীতলার মোট গ্রাহক সংখ্যা ৩৪হাজার ৯৮০জন হলেও ভোটার সংখ্যা ছিল ২৩হাজার ১৭৪জন। নজিপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৬হাজার ৬৮৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। নির্বাচনে ২৯% ভোট পড়েছে। নির্বাচনে পরিচালক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে জাহাঙ্গীর আলম ৩হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আবুল কালাম আজাদ সে পায় ২হাজার ৪১৪।  

উক্ত নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং কর্মকর্তা আরমান আহসান উপ-পরিচালক (অর্থ) প.বি.স ঋন ও নিরীক্ষা পরিদপ্তর বা.প.বি বোর্ড ঢাকা। নির্বাহী  ম্যাজিষ্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পত্নীতলার জিএম (ভারপ্রাপ্ত) এনামুল হক, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন সহ পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই