তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাইদহে কালবের ম্যানেজার কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহে কালবের ম্যানেজার কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনতাই
[ভালুকা ডট কম : ১৬ জানুয়ারী]
ঝিনাইদহ শহরের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) নামে একটি প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার সাইফুল ইসলাম ওরফে সাহেব আলীকে দুর্বৃত্তরা অপহরণ করে দুই লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুরে সাইফুল ইসলাম ওরফে সাহেব আলীকে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর বাজারে পাওয়া যায়। সাইফুল ইসলাম হরণিাকুন্ডু উপজেলার হিজলী গ্রামের ছোলাইমান জোয়ারর্দারের ছেলে।

পরিবারিক সুত্রে জানা গেছে, রোববার বিকাল ৩টার দিকে শহরের গোরস্থান রোডের অফিস থেকে সাইফুল প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে রাখার জন্য বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে অফিসে ফোন করে জানান, তাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে এখানে ফেলে রেখে যায়। এরপর তিনি নিজেই ফিরে আসেন।

অফিসের কেও এই অপহরণের সাথে যুক্ত থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। সাইফুলের বোন মৌসুমি খাতুন ও নানা রইচ বিশ্বাস জানান, রোববার থেকে বহু স্থানে খোঁজাখুঁজির কারণে থানায় জিডি করতে পারেনি।

এ বিষয়ে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর ঝিনাইদহ অফিসে গেলে কোন কর্মকর্তা মুখ খোলেনি। তাদের ভাষ্য সাইফুল সোমবার বিকালে অক্ষত ভাবে ফিরে এসেছে। এলাকাবাসি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে অফিসের মধ্যেই সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। তারা সাইফুল ফিরে না আসলে ম্যানেজারকে ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই