তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

একুশের কবিতা/ছড়া-ইতিহাসে ফাগুন কথন,ভাষা,প্রভাতফেরী,একুশ,শহীদের ঋণ

ইতিহাসে ফাগুন কথন-এম.এরশাদুর রহমান
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
গ্রন্থের পাতায় পাতায়
সালাম  বরকতের কথন ।
ইতিহাস কথা বলে
তারা বাঙালীর রতন ।
ফাগুন মাসের আট তারিখে
বুকের রক্ত ঝরিয়ে ।
মাতৃভাষা বাংলাকে
সবখানে দিল ছড়িয়ে ।
ভাষা শহীদদের শ্রদ্ধায়
হ্নদয়ে গোলাপ ফুটে।
ফাগুন মাসে মনটা
শহীদ মিনারে ছুটে ।#

ভাষা-এম.এরশাদুর রহমান
একুশ আমায় ভাষা দিয়ে
শিখিয়েছে কথা বলতে ।
একুশ আমায় শক্তি দিয়ে
প্রেরণা দিল চলতে ।
একুশ আমায় রঙিন স্বপ্ন
বারংবার ই দেখাল ।
বীরের জাতি বাঙালীকে
বহু কিছুই শেখাল ।
ভাষা !ভাষা বলে যারা ভেসে গেল
একুশের মহান দিনে ।
বাংলার ইতিহাস হয়না রচিত
তাদের সেই স্মৃতি বিনে ।#

প্রভাতফেরী-এম.এরশাদুর রহমান
জাতীয় চেতনার অস্তিত্বের প্রতীক
শহীদ মিনারকে জানি ।
প্রভাতফেরীর র‌্যালিতে যেতে
তা করে আমায় হাত ছানি ।
অকুতোভয় সাহসী বাঙালী
ইতিহাস করেছে সৃজন ।
ভাষার তরে প্রাণ দিয়ে
উন্নয়নের করছে পণ ।
বাঙালীর রক্ত কণিকায়
ভাষার তরে প্রেম আছে ।
বিশ্ব বাসী তাদের স্মরে
ফেব্রুয়ারী যখন আসে ।#

একুশ-এম.এরশাদুর রহমান
সকল চেতনার উৎস
বায়ান্ন সালের একুশ ।
সে দিন জেগে না উঠলে
এখনো রইতাম বেহুশ ।
জীবন দিয়ে মরণ নিয়ে
ভাষা নিয়ে ফিরে ।
বাঙালাভাষা সবার সেরা
হাজার ভাষার ভীড়ে ।#

শহীদের ঋণ-এম.এরশাদুর রহমান
নিরাশার কালো মেঘে
মায়ের ভাষা ছেয়ে যায় ।
আশার নীলাকাশে
কি আর খুজেঁ পাই ।
বীর বাঙালী সকলি
গায়ের রক্ত ঝরাল ।
মায়ের ভাষার তরে
ভালোবাসা ছড়াল ।
একুশে ফেব্রুয়ারি
গৌরবের সে দিন ।
শোধ কভু  হবেনা
ভাষা শহীদের ঋণ ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই