তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনোয়ারা নীনা

ভালুকায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনোয়ারা নীনা
[ভালুকা ডট কম : ২৩ ফেব্রুয়ারী]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় বিভিন্ন মানদন্ডে যাচাই বাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের নিরুপন করা হয়েছে। ভালুকা উপজেলায় ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে দেখা যায়, ভালুকা উপজেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অানোয়ারা নীনা।

এ বিদ্যালয়টি এ বছর ভালুকা উপজেলায় শ্রেষ্ঠত্বের তালিকায় প্রায় সকল বিষয়ে একক অাধিপত্য স্থাপন করেছে। উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন এ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অাফরা অাদিবা জয়িতা। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন ১০ম শ্রেণির ছাত্রী অাঞ্জুমান।শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হন এ বিদ্যালয়ের স্কাুউট গ্রুপ। অর্থাৎ ৬টি ক্যাটাগরিতে এ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।এ কৃতিত্ব ভালুকা উপজেলায় কোনো একক শিক্ষা প্রতিষ্ঠানের  ক্ষেত্রে প্রথম। শুধু তাই নয়, ৫ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার ইতিহাস ময়মনসিংহ জেলায় এই প্রথম।

প্রধান শিক্ষক অানোয়ারা নীনা জানান, আমার ২৮ বছরের শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় পাওয়া আজ পেয়েছি।আমি এবং আমার প্রতিষ্ঠান আজ উপজেলায় ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। এ পাওয়া কতোটা আনন্দের তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এ পাওয়া শুধু আমার একার পক্ষে সম্ভব হয় নি। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক বিদ্যালয়ের প্রতি খুবই আন্তরিক। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় এ কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই সুশৃংখল।বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সহপাঠ্য কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আমার বিদ্যালয়টিকে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই