তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরের শাহিনার হাঁসি কেড়ে নিচ্ছে টিউমার

গৌরীপুরের শাহিনার হাঁসি কেড়ে নিচ্ছে টিউমার
[ভালুকা ডট কম : ২০ মার্চ]
ফুটফুটে সবার আদরে শিশুটির নাম শাহিনা আক্তার। গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি উর্ত্তীণ হয়ে ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়েছে। বাবা জয়নাল আবেদিন বর্গাচাষী আর মা ফাতেমা আক্তার গৃহিণী। ভূমিহীন এ কৃষকের ২পুত্র আর কন্যাকে নিয়ে সুখেই কাটছিলো জীবন। সবার হাঁসি আর আনন্দের কেন্দ্রবিন্দুই ছিলো শাহিনা।
 
টিনের ছালাঘর বৃষ্টি আর বাতাসে করে নড়বড়। তার নিচে বসত করতো শাহিনার শতস্বপ্ন। স্কুলে থেকে ছুটে এসেই বাবার ঘার্মাত গলা জড়িয়ে চুমু খেয়ে বলতো ‘আমি ডাক্তার হবো’। মায়ের আঁচলে শাহিনার দুষ্টমি-হাঁসিমাখা সেই মুখটি দিনদিন মলিন হয়ে যাচ্ছে। মেয়ের মুখের দিকে তাকান আর আঁচলে মুখ মুছেন তিনি। মাত্র ক’টা টাকার জন্যই কী শাহিনাকে বাঁচানো যাবে না-এটি ওর ছোটভাই আলমের আপসোস।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার বললেন, ও খুব শান্ত ছিলো, ছিলো সবার আদরে। বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীও সার্মথ্যনুযায়ী সহযোগিতায় এগিয়ে এসেছেন। উচ্চতর ক্লাসে উঠার সঙ্গে তার মাথার একপাশও বড় হতে থাকে। এ নিয়ে আজ দুঃচিন্তায় দিন কাটচ্ছে পুরো পরিবারের। যোগাযোগ ও বিকাশ একাউন্ট নাম্বার ০১৯৬২-০৮৬৭১২।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই