তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সাক্কুর পক্ষে প্রচরনায় ২০ দলীয় জোটের ৪ শীর্ষ নেতা

সাক্কুর পক্ষে প্রচরনায় ২০ দলীয় জোটের ৪ শীর্ষ নেতা
[ভালুকা ডট কম : ২২ মার্চ]
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে প্রচারনায় নেমেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে জোটের অন্যতম শরিক এলডিপি, কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ ও এনডিপি'র শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে কুমিল্লায় প্রচারনায় নেমেছেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি মহাসচিব এম. এম আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সহিদুর রহমান তামান্না, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক এস এম সেলিম রেজা, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

মতবিনিময় শেষে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের নিকট বিএনপি চেয়াপার্সন ও জোটনেত্রীর ছালাম পৌছে দিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে মনিরুল হক সাক্কুকে ভোটে বিজয়ী করতে হবে। তিনি বলেন, কুমিল্লার জনগণ নির্বাচনের ব্যাপারে অত্যন্ত সচেতন। দেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে কুমিল্লার জনগণ তা প্রতিহত করবে।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, গণতন্ত্রের সংগ্রাম সফল করতে নির্বাচনে বিএনপি প্রার্থীকে জেতাতে হবে। গণতন্ত্র পরাজিত হলে সামনে আরো দুঃসময় অপেক্ষা করছে জাতির জন্য।
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটে না। তবে, দেশের জনগণের প্রত্যাশা একটাই- সব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ বিপন্ন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, কুসিক নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা। এইখানে কারচুপি হলে কুমিল্লা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

বার্তা প্রেরক
মোঃ নুরুল আমান চৌধুরী
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ন্যাপ



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই