তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে দুই শতাধিক মসজিদ-মন্দিরে এবার উড়েছে জাতীয় পতাকা

গৌরীপুরে দুই শতাধিক মসজিদ-মন্দিরে এবার উড়েছে জাতীয় পতাকা
[ভালুকা ডট কম : ২৭ মার্চ]
ময়মনসিংহের গৌরীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে মসজিদ-মন্দির প্রাঙ্গণে রোববার (২৬ মার্চ/১৭) উড়ল লাল-সবুজ খচিত জাতীয় পতাকা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে মসজিদে চালু করা হয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানগণ সপ্রণোদিতভাবেই এ পতাকা উত্তোলন করেন। অপরদিকে এ উপজেলায় প্রথমভারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে মন্দিরেও।

সরজমিন গিয়ে দেখা যায় পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদরাসার মসজিদ প্রাঙ্গণে উড়ছে জাতীয় পতাকা। মসজিদে ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মীর হোসেন মিরণ বলেন, মুক্তিযুদ্ধের শহীদের সম্মান জানতেই বিজয় দিবস থেকে আমরা মসজিদেও জাতীয় পতাকা উত্তোলন করে আসছি। ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া মসজিদের শিক্ষক মোঃ এনামুল হক মঞ্জু জানান, মাতৃভূমির প্রতি ভালোবাসা ও শহীদ শ্রদ্ধা জানাতেই এ পতাকা উত্তোলন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গৌরীপুর উপজেলা সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান জানান, উপজেলার ১৩৭টি মসজিদেই যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নিয়ে আলোচনা, মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।

এ দিবসে উপজেলা সদরের শ্রীশী দূর্গাবাড়ি মন্দিরসহ উপজেলার শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্দিরেও জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। দূর্গাবাড়ি পূজা মন্দিরের সভাপতি শ্রীকান্ত দাস ও  কোষাধ্যক্ষ শংকর ঘোষ পিলু বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন ব্যতিক্রমী না হয়ে এটিই নিয়ম হওয়া উচিত। ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের প্রতীক আমাদের জাতীয় পতাকা। জাতীয় দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এটি আদেশে নয়, নৈতিক দায়িত্বেই করা উচিত। ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ পৌর কমিটির সভাপতি শ্যামল ঘোষ বলেন, দেশ ও মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হলে অবশ্যই আগে জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই প্রথমবারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন প্রসঙ্গে ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ আজাদ বলেন, যাঁরা একাজটি করেছে তাদের ধন্যবাদ জানাই। তবে এ কাজ আরো আগেই হওয়া উচিত ছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়শী প্রশংসা করে গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ও মাতৃত্বকে ভালোবাসা আর অসিত্বের প্রতীক হলো ‘জাতীয় পতাকা’।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই