তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ত্রিমুহনী খালের উপর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ

নান্দাইলে ত্রিমুহনী খালের উপর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ
[ভালুকা ডট কম : ১৮ এপ্রিল]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ত্রিমুহনী খালের উপর ৫৪ মিটার আরসিসি ব্রিজ নির্মাণে কারচুপির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ উক্ত ব্রিজ নির্মাণ কাজের পূর্বে পুরাতন ব্রিজ ভেঙ্গে অপসারন করার জন্য গত ২৭ নভেম্বর ২০১৬ইং তারিখে নিলাম ডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাককারী সমাপ্ত ব্রিজ ভাঙ্গার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার এক মাস পর নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়।

জানা গেছে, নির্ধারিত সময়ের এক মাস পর কাজ শুরু হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতে ব্রিজের পাইলিং কাজ আরম্ভ করা হয়। পাইলিং কাজে রড সিমেন্ট পাথর ও বালির মিশ্রনে হেরফের করায় ব্রিজটির সঠিক নির্মাণ কাজে সংশয় প্রকাশ করেছেন প্রত্যক্ষ দর্শীরা। নিয়মানুযায়ী নতুন ব্রিজের কাজ আরম্ভ করার পূর্বেই বাইপাস রাস্তা নির্মাণ করার নির্দেশ থাকা সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার তা না করে খালের উপর তিনটি বাশঁ দিয়ে সাকো নির্মাণ কওে দিয়েছে। প্রতিদিন খালের উভয় পাড়ের ৫টি গ্রামের লোকজন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, হাট বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ দৈনন্দিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

উল্লেখিত এসব সমস্যা ও অনিয়ম প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে উভয়েই সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। কিন্তু এখন পর্যন্ত বাস্তবে কোন পদক্ষেপ গৃহীত হচ্ছে না। এবিষয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষিত এ ব্রিজটির নির্মাণ কাজের স্বচ্ছতা ও বিদ্যমান সমস্যা সমাধানের জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রী, প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্থানীয় জনগণ জোর দাবী জানিয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই