তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে কাতলামারি স্কুল ঘর

ভালুকায় ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে কাতলামারি স্কুল ঘর
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
মঙ্গলবার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী উচ্চ বিদ্যালয়ের চাল উড়িয়ে গেছে।জানাযায়,ছয়টার দিকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের দুটি ঘরের চাল উড়িয়ে স্কুলের মাঠে ফেলে দেয়।

প্রধান শিক্ষক মোছাম্মদ ফাতেমা খাতুন জানান,বিদ্যালয়ের মেয়েদের কমন রুমের পুরো চাল উড়িয়ে নিয়ে যায়। এটি মাটির ঘরে টিনের ছাউনি ছিল। এ ছাড়াও বিদ্যালয়টির অপর আরও একটি ঘর যেটি টিনের বেড়া ও টিনের চাল সেটিও ব্যাপক ক্ষতি গ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ঘরের বেড়া ভেঙে ফেলেছে আবার উপর থেকে চালও উড়িয়ে নিয়ে গেছে। ঘরের চাল আড়াসহ কাঠগুলো পর্যন্ত ভেঙে উড়িয়ে নিয়ে গেছে।টিন সেট ঘরটিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস নেয়া হয়। ঝড়ে বিধ্বস্ত হওয়ার কারণে কাল ক্লাস চালানো হয়তো সম্ভব হবে না। ক্ষতি পূরণ করতে লক্ষ টাকার প্রয়োজন হতে পারে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই