তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সাতুরিয়ায় শেরেবাংলার মৃত্যু বার্ষিকী পালিত

সাতুরিয়ায় শেরেবাংলার মৃত্যু বার্ষিকী পালিত
[ভালুকা ডট কম : ২৭ এপ্রিল]
অবিভক্ত  বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫ তম মৃত্যু বার্ষিকী ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে তাঁর জন্মস্থানে শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দুপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম । সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার বিল্টু, মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক সিকদার ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ ।

একই অনুষ্ঠানে এবং শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কে এম আব্দুল করিম এর স্মরনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা পদ্মাসেতুর নামকরণ শের-ই-বাংলার নামে নাম করণের দাবি জানান। এছাড়াও শের-ই- বাংলার জন্ম ভিটা সংরক্ষনের জন্য দাবি জানান।  
                                                                                                                                                                                            
উল্লেখ্য ১৮৭৩ সালে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিয়া বাড়িতে মাতুলালয়ে  জন্মগ্রহণ করেণ শের-ই-বাংলা ফজলুল হক। ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরন করেন।

বার্তা প্রেরক
রবিউল হাসান রবিন
কাউখালী,পিরোজপুর।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই