তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

২টি কবিতা-রূপন্তি ঈদে বাড়ী আসছি / ঈদ এলো

কবিতা-রূপন্তি ঈদে বাড়ী আসছি /ইমরুল মিশু
[ভালুকা ডট কম : ২৫ জুন]
রূপন্তি,কালদিন পর ঈদ
তাই বাড়ী আসছি রূপন্তি,
তোমার জন্য লাল চুড়ি,
লাল ফিতা,আর লাল রঙ্গের
আলতা আনেছি,
এমনকি তোমার জন্য
লাল টুকটুকে শাড়ীও কিনেছি।।

বাবার জন্য পান্জাবী,
আর মার জন্য শাড়ী,
ছোট ভাইয়ের জন্য শার্ট পেন্ট
আর আমার আদরের ছোট
বোনটিকে বলো তার জন্য
পাথরের চুড়ি, লাল আলতা,মেহেদি,এমনকি সুন্দর দেখে লাল জামা কিনেছি  ।।

রূপন্তি,সেই কবে দেখেছিলাম তোমাকে
লাল শাড়ী পরে,
পায়ে নুপুর পরে রিনিঝিনি
ছন্দে হাটছিলে তুমি
সারা উঠোন জুরে,
তাই তোমার জন্য রূপার নুপুরও কিনে রেখেছি
শুধু একটিবার তোমাকে
 সেই বেশে দেখবো বলে ।।

অনেক দিন হলো বুঝি
তোমাকে নিয়ে কোথাও
ঘুরতে যাওয়া হয়না,
এবার ঈদে বাড়ী এসে
তোমাকে নিয়ে দূর দেশে
কোথাও ঘুরতে যাবো  ।।

অনেক দূরের পথ তাই
কাল খুব ভোরে রওয়ানা হবো বাড়ী পথে,
তুমি হারাধন মাঝিকে বলো
নৌকা নিয়ে আমার জন্য
পদ্না পারে যেন অপেক্ষা করে  ।।

রূপন্তি,কাল বাড়ী আসছি
দেখা হবে আবার সেই
পদ্নার পারে,
সেই পর্যন্ত ভালো থেকো
আর বাবা মাকে আমার সালাম দিও  ।।

ঈদ এলো-ইখতিয়ার উদ্দীন আজাদ
ইদ এলো, নিদ গেলো...
ঈাড়া-পড়শী মেতেছে।
ছেলে-মেয়েরা তাইতো,
আনন্দের সুখে ভাসছে।
ফটকাবাজি হৈ হুল্লোল...
আজিকে কী যে হলো রে !
দু-নয়নে সবার দেখি,
রঙিন রঙ লেগেছে।
ইদ এলো, নিদ গেলো...
পাড়া পড়শী মেতেছে !
ঐ-না দেখে খুকু-খোকা,
আত্মহারা সব হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই