তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মাদ্রাসার প্রায় ২শ চারা গাছ নষ্ট করল দুর্বৃত্তরা

ভালুকায় মাদ্রাসার প্রায় ২শ চারা গাছ নষ্ট করল দুর্বৃত্তরা
[ভালুকা ডট কম : ২০ জুলাই]
ভালুকা উপজেলা মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার প্রায় দুই‘শ টি চারা গাছ উপরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার মেদিলা গ্রামে এঘটনা ঘটে।এব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসার সুপার মোঃ নাজমুল আলম।

অভিযোগ সুত্রে জানা যায়, ১৯জুলাই বিকাল ৩ টার দিকে একই গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন(৫৫),আবুল বাসারের স্ত্রী শাহানাজ আক্তার(৩০) ,খবির উদ্দিনের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন(৫০),বোরহান উদ্দিনের ছেলে ,আবুল বাসার,নুরউদ্দিন,জাকারিয়া সহ  অজ্ঞাত আরও অনেকে জমিতে অনধিকার ভাবে প্রবেশ করে মাদ্রানার পুকুরের চার পাশ দিয়ে লাগানো  আকাশমনি ও মেহেগুনির চারা গাছ উপরে ফেলে নিয়ে যায়।

এব্যাপারে মাদ্রাসার সুপার নাজমুল আলম বলেন প্রায় ২‘শ পিচ  চারা উপরে নিয়ে যায়।দুর্বৃত্তরা মাদ্রাসার প্রায় দেড় একর জায়গা দখলের জন্য পায়তারা করে আসছে।ঘটনার দিন আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা,কোমলমতি ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বনায়ন কর্মসুচীর  অংশ হিসেবে সকলে স্বতস্ফুর্তভাবে গাছের চারাগুলি রোপণ করে কিন্তু কিছু সময় না যেতেই উপরে ফেললো দুর্বৃত্তরা।তার সুবিচারের জন্য ভালুকা থানায় একটি অভিযোগ দিয়েছি ও আমার উর্দ্বতন কর্তৃপক্ষদের তাথক্ষনিক ফোনে জানিয়েছি।

ভালুকা থানার  (ওসি) মামুন অর রশিদ (পিপিএম) জানান, এব্যপারে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন বলেন ঘটনাটি শুনেছি বিধিমোতাবেক ব্যাবস্থা গ্রহন করবো।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই