তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পরাণ যে মোর বাঁধা

পরাণ যে মোর বাঁধা
[ভালুকা ডট কম : ২৮ জুলাই]
শরতের বালুচরে বাতাশে দোলছে সাদা কাশফুল
মাঝখানে দাঁড়িয়ে কেগো তুমি, উড়িছে এলো চুল.
নদীতে হালধরা মাঝি, ছল করে ঘুরে চায়
তব মুখ খানি দেখিবার তরে।

আকাশের সাদা মেঘ ভেসে চলে, ঘুরে চার পাশে
তব সোনামুখ যেন রোদে নাহি জ্বলে, তাই ছায়া হয়ে ভাসে।
তব কৃঞ্চ কেশের সুভাসে মুগ্ধ প্রজাপতির দল
উড়ে উড়ে পিছু নেয়, খোপায় বসতে করে কত ছল।
পরশে তোমার শিহরনে নাচে পুলকিত কাশ ফুল

কাছে পেয়ে যেন জড়াতে বুকে হয়ে উঠে ব্যকুল।
কখনো মেঘের ফাকে রোদ এসে পরে
বিন্দু বিন্দু রুপালী ফুটা জ্বলে উঠে কোমল অধরে।

তোমায় কাছে পেয়ে
জলে পানকৌরি আর উড়ে চলা গাংচিল
থেমে যায় তারা, মেঘ সরে গিয়ে আকাশ হয়ে উঠে নীল।
তব হাতের চাপাকলির অঙ্গুলীর ছোঁয়া পেয়ে
কাশফুলেরা পিছু ডেকে কয় নিয়ে যাওনা সাথে।

নাগো না পিছু ডেকোনা
পরাণ যে মোর বাঁধা পরে আছে,
বিরহে প্রিয়তম মম, পলকে যাই চলে তার কাছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই