তারিখ : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

গৌরীপুরে প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের
[ভালুকা ডট কম : ১৫ অক্টোবর]
ময়মনসিংহের গৌরীপুরে মানসিক প্রতিবন্ধী শিশু শুভ (৭) কে লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে আহত শিশুর পিতা চাঁন মিয়া বাদী হয়ে ঘটনায় জড়িত ইমরানের (২৪) নামে গৌরীপুর থানায় এ মামলা করেন।উল্লেখ্য এ উপজেলার বীর আহাম্মদপুর গ্রামে গালমন্দের অজুহাতে শুক্রবার দুপুরে ওই শিশুকে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাত্ব জখম করে প্রতিবেশী মৃত খোরশেদ উদ্দিনের ছেলে রাখি ইমরান (২৪)।

জানা গেছে, উল্লেখিত গ্রামের দিনমজুর চাঁন মিয়ার শিশুপুত্র শুভ জন্ম থেকেই একজন মানসিক প্রতিবন্ধী। ঘটনার দিন দুপুরে সে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় গালি দেয়ার অজুহাতে ইমরান লাঠি দিয়ে শুভকে ধাওয়া করলে প্রাণ রক্ষার্থে সে নিজ ঘরে আশ্রয় নেয়। সেখানে তাকে বেধড়ক পিঠিয়ে তার মাথায় মারাত্মক রক্তাত্ব জখমসহ চোখ, মুখ ও শরীরের অন্যান্য স্থানে ফুলা জখম করা হয়। এসময় শুভ’র আত্মচিৎকারে প্রতিবেশীরা শুভকে উদ্ধার করে। স্থানীয় লোকজন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইমরানের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এ ঘটনার প্রতিবাদ ও বিচার করতে তারা সাহস পায়নি।

আহত শুভ’র মা গৃহপরিচারিকা হাছিনা বেগম (৪৫) জানান, সে প্রতিবেশী ইমরানের বাড়ীতে দীর্ঘ ধরে কাজ করতো। চার মাস ধরে তাদের বাড়ীতে কাজ করতে যাননা। পুনরায় তাদের বাড়ীতে কাজে যোগদান করার জন্য তাকে বেশকিছু দিন ধরে ইমরান চাপ প্রয়োগ করে আসছিল। এতে অপরাগতা স্বীকার করায় সে আমার প্রতিবন্ধী পুত্রকে নির্মমভাবে পিঠিয়ে রক্তাত্ব জখম করেছে।এ ঘটনায় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করায় শনিবার সকালে স্থানীয় ফকির বাড়ীর মোড়ে একটি সালিস-দরবারের আয়োজন করা হয়েছিল। এতে ইমরান ও তার পরিবারের লোকজন উপস্থিত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়নি। এদিকে উক্ত হামলার ঘটনায় যাতে থানায় মামলা না করি এজন্য ইমরান আমাদের হুমকী দিয়ে আসছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগেও ওই শিশুটিকে পিঠিয়ে আহত করেছিল ইমরান। এ বিষয়ে ইমরানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাদিন তাকে অকথ্য ভাষায় গালামন্দ করায় শুভকে বাঁশের কঞ্চি দিয়ে শাসন করেছিল। তার মা আমার বিষয়ে যে মন্তব্য করেছে তা মিথ্যা। এনিয়ে পরদিন সালিস বসার বিষয়ে আমাকে কেউ জানায়নি।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে শনিবার রাতে গৌরীপুর থানার এস.আই রিপন চন্দ্র সরকার ও জামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহত শিশু শুভ’র পিতা চাঁন মিয়া বাদী হয়ে রবিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। #




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই