তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীতে- গোলাম মোস্তফা

দুনীর্তি দমনে ঐব্যবদ্ধ ভাবে প্রয়োজন সামাজিক প্রতিরোধ
ভালুকায় দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীতে- গোলাম মোস্তফা
[ভালুকা ডট কম : ২১ নভেম্বর]
ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেছেন দুনীর্তি এখন সামাজিক ও রাষ্ট্রিয় কাঠামোতে ব্যাপক ভাবে সম্পসারিত হয়েছে এই ব্যাধিকে সামাজিক ভাবে প্রতিরোধ করতে হলে সমাজের সচেতন মহলের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। সকালে দুনীর্তি দমন প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে ভালুকা উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে আয়োজিত সভায় উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, দূনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা নীনা, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শওকত আলী, আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক প্রমুখ।

বক্তারা দূনীর্তি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহ্বান জনান। সভা পরিচালনা করেন এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এ শামসুর রহমান লিটন। এর আগে প্রতিরোধ কমিটি আমন্ত্রিত অতিথি ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষীন করে পূনরায় পরিষদ মুক্ত মঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।#  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই