তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শ্রেণী কক্ষে শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের

গৌরীপুরে শ্রেণী কক্ষে শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের
[ভালুকা ডট কম : ১৩ ডিসেম্বর]
শ্রেণী কক্ষে আট বছরের শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় স্থানীয় বাবুল মিয়া (২৫) নামে এক লম্পট যুবক। এসময় ওই শিশুটির ডাক চিৎকারের স্কুলের শিক্ষার্থী ও দপ্তরি এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ধর্ষণের চেষ্টাকারী ওই যুবক। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর বিচারের দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন সোচ্চার হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ওই শিশুটির পিতা বাদী হয়ে ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনার সাথে জড়িত লম্পট যুবকের নামে মামলা দায়ের করেন (মামলা নং-১১ তারিখ-১২/১২/১৭ ইং)। রবিবার সকালে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উক্ত ঘটনাটি ঘটনাটি ঘটে।

জানা গেছে ঘটনারদিন সকালে এ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী প্রতিদিনের মত স্কুলে এসে শ্রেনী কক্ষে একা অবস্থান করছিল। এ সুযোগে রামকৃষ্ণপুর গ্রামের লাল মিয়ার পুত্র বাবুল মিয়া ওই শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির আত্মচিৎকারে স্কুলের আশেপাশে থাকা শিক্ষার্থী ও দপ্তরি ঘটনাস্থলে ছুটে আসতেই লম্পট যুবক দ্রুত পালিয়ে যায়। উল্লেখ্য এ ঘটনার সময় স্কুলে কোন শিক্ষক উপস্থিত ছিলেন না। এদিকে ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে উক্ত ঘটনা তার মাকে জানালে ওইদিনই তিনি স্কুলে হাজির হয়ে শিক্ষকদের নিকট এর বিচার দাবি করেন। পরদিন বিকেলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য লোকজন উল্লেখিত লম্পট যুবকের বিচারের দাবিতে একটি রেজুলেশন তৈরী করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সাংবাদিকদের নিকট এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় লোকজন জানান, লম্পট যুবক বাবুল ইতিপূর্বে গ্রামে বেশ কয়েকটি এরকম ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালিস-দরবারে তাকে জরিমানা করা হয়েছিল। গৌরীপুর থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি জানার পর সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা পাওয়া যায়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই