তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সান্তাহারের সজীব পিইসিইতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

সান্তাহারের সজীব পিইসিইতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
[ভালুকা ডট কম : ০২ জানুয়ারী]
চ্যানেল আই ক্ষুদে গানরাজে ২০১৭ এর প্রতিযোগী সান্তাহারের সজীব মূখার্জী এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসিই) সকল বিষয়ে 'এ প্লাস'সহ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে সান্তাহারস্থ ফুলকুড়ি কম্পিউটার স্কুল থেকে এবার পিইসিই পরীক্ষা দিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।

সজীব সান্তাহার পৌর শহরের ৪নং ওয়ার্ড (কলসা) মহল্লার সুনামধন্য মূখার্জী পরিবারের তপন মূখার্জীর প্রথম সন্তান। তার মা সেবিকা রাণী তিনি একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণায় সঙ্গীতে যেমন সুনাম কুড়িয়েছে পাশাপাশি লেখাপড়াতে বয়ে এনেছে সাফলতা।

সজীবের  বাবা তপন মূখার্জীর কাছে থেকে ছেলের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে দির্ঘ্য পাঁচ মাস যাবৎ চ্যানেল আই ক্ষুদে গানরাজের ২০১৭ এর একজন প্রতিযোগী হিসেবে তার কন্ঠের প্রতিযোগীতায় লেখাপড়া থেকে সাময়িক ভাবে দূরে ছিলো। এতে (পিইসিই) পরিক্ষার আগে অন্য ছাত্রছাত্রীদের মতো যথেষ্ট সয়য় পায় নি । তারপরও সকল বিষয়ে 'এ প্লাস'সহ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এতে আমরা পরিবার খুবই আনোন্দিত। সজীব যেন আগামীতে একজন শিক্ষিত মানুষ হয়ে খ্যাতিসম্পূর্ণ কন্ঠশিল্পী হিসেবে নিজেকে গড়তে পারে সে দোয়া ও অশ্বির্বাদ সকলের কাছে চেয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই