তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় প্রচন্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

পত্নীতলায় প্রচন্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত
[ভালুকা ডট কম : ০৭ জানুয়ারী]
নওগাঁর পত্নীতলাসহ আশে পাশের উপজেলা গত তিনদিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ। ভৌগলিকভাবে নওগাঁ জেলা উত্তরের সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ার কারণে হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় সর্বশ্রেণি পেশার মানুষ পড়েছে চরম বেকায়দায়। বিশেষ করে ছিন্নমূল মানুষ এবং অতি দরিদ্র ও প্রান্তিক পরিবারের প্রবীণ ও শিশুরা পড়েছে চরম বেকায়দায়।শীত নিবারণের প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় তাঁরা ফুটপাতের দোকানে ভীড় করছে।

শনিবার সকালে উপজেলা সদর নজিপুর পৌর এলাকাসহ মাঠঘাট ঘুরে দেখা গেছে, রাস্তায় মানুষ ও যানবাহনের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। শহরের অধিকাংশ দোকান অনেকেই দেরিতে খুলছেন শীতের কারণেই। ফুটপাতের গরম কাপড়ের দোকানে দরিদ্র মানুষকে ভীড় করতে দেখা গেছে।

এদিকে হিমেল হাওয়া ও প্রচন্ড শীতের কারণে চাষীরা বোরো রোপনের জন্য মাঠে নামতে পারেনি। বিচ্ছিন্নভাবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে দেখা গেছে। কয়েকজন চাষীর সাথে কথা বললে তাঁরা জানান, শৈত্য প্রবাহ কেটে গেলেই তাঁরা পুরোদমে বোরো চাষের জন্য মাঠে নামবেন। প্রচন্ড শীতের কারণে মানুষরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই