তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে নৌকার মাঝি একাধিক,ধান নিয়ে নবীন প্রবীনদের লড়াই

গফরগাঁওয়ে আ’লীগের দুর্গে নৌকার মাঝি একাধিক,বিএনপিতে নবীন প্রবীনদের লড়াই
[ভালুকা ডট কম : ২২ জানুয়ারী]
উপজেলার দু’টি থানা,একটি পৌরসভা এবং পনেরটি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ-১০,গফরগাঁও নির্বাচনী এলাকা।এ আসনটি আওয়ামীলীর শক্ত ঘাঁটি।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গফরগাঁওয়ে আওয়ামীলীগ থেকে৮জন,বিএনপি থেকে ৬ জন,জাতীয় পার্টি থেকে-১ জন,সিপিব-১জন, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টে থেকে সম্ভাব্য ১জন প্রার্থী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০,গফরগাঁও আসনে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পর্টিসহ  অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভেতরে-বাইরে জোর প্রস্তুতি নিতে শুরু করেছেন।কোন দল থেকে কে পেতে পারেন দলীয় মনোনয়ন এ নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দুর্গে নৌকার মাঝি একাধিক।তবে এআসনে নৌকার মাঝি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এখনও একক প্রার্থী হিসেবে শক্ত হাতে মাঠ দখল কওে নৌকার পাল তোলে রেখেছেন। তাই দীর্ঘ যবত আওয়ামীলীগের দখলে থাকা এআসটিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচনে ভুল করলে আওয়ামীলীগের ভরাডুবির হতে পারে বলে এলাকার ভোটারা মত প্রকাশ করেন।বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা এলাকায় পোষ্টার, সাইনবোর্ড  এবং ব্যানার.লাগিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময়ের মাধ্যমে এরই মধ্যে নিজেদের প্রার্থীতার বিষয়ে জানান দিতে শুরু করেছেন।

আওয়ামীলীগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গফরগাঁও থেকে ৮জন সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকা জোর প্রচার চালিয়ে যাচ্ছেনর।তারা হলেন-বর্তমান সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল,সাবেক এমপি ক্যাপপ্টেন(অব)গিয়াস উদ্দিন আহাম্মেদ,পৌর সভার সাবেক মেয়র ও যুবলীগ কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কায়সার আহম্মেদ,মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মেজর(অবঃ)মোঃ রেজাউল করিম রেজ,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির উপ-কমিটির সহ-সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব একে.এম সজ্জাদ হোসেন শাহীন,জেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাল আহাম্মেদ,জেলা আওয়ামীলীগ নেতা উবায়দুল্লাহ আনোয়ার বুলবুল ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা হোসেন বেবী।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য একাধিক প্রার্থী প্রচারণা চালিয়ে গেলেও গফরগাঁওয়ে আওয়ামীলীগের রাজনীতিতে একক ভাবে  নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

তরুণ এই সংসদ সদস্য ফাহমী গোলন্দজ বাবেল তাঁর মরহুম বাবা আলতাফ হোসেন গোলন্দাজের রাজনৈতিক আদর্শ ঐতিহ্য ধরে রাখার জন্য আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত রাখার জন্য ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন।১৯৮২ সাল থেকে ১৯৯০সাল পর্যন্ত এ আসনে জাতীয় পার্টির এমপি ছিলেন ইনামুল হক জজ মিয়া।তার পর ১৯৯১সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আওয়ামীলীগের দখলে চলে যায়।১৯৯১সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আসনে মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ টানা তিনবার এমপি ছিলেন।এর আগে মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।২০০৭ সালে আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুর পর রাজনীতিতে আসেন তাঁর ছোট ছেলে ফাহ্মী গোলন্দাজ বাবেল।মরহুম বাবা আলতাফ হোসেন গোলন্দাজের ব্যাপক জনসমর্থনকে ধরে রেখে অল্প বয়সেই রাজনীতিতে এসে প্রথমে ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন ফাহমী গোলন্দাজ বাবেল।এর পর ২০১৪ সালে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন ফাহমী গোলন্দাজ বাবেল।

বর্তমানে গফরগাঁওয়ে রাজনীতিতে একছত্র ভাবে আওয়ামীলীগের মাঠ দখল করে রেখেছেন ফাহমী গোলন্দজ বাবেল এমপি।উপজেলা পরিষদ চেয়ারম্যান,পৌর সভার মেয়র এবং উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের স্বপক্ষে মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে গফরগাঁও পৌর সভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন জানান,সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলে জনপ্রিয়তার শীর্ষে তুঙ্গে,ফলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাহমী গোলন্দাজ বাবেল আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে এআসনে নৌকার বিজয় সুনিশ্চিত।

সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগ নেতা নাজমুল হক ঢালী জানান,এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন অত্যান্ত সুসংগঠিত রয়েছে।এআসনে বিএনপির বিপক্ষে আওয়ামীলীগের বিজয় ধারাবাহিক ভাবে ধরে রাখতে হলে ফাহমী গোলন্দাজ বাবেলের কোন বিকল্প নেই।পাগলা থানাধীন লংগাইর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন,এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেলের জনপ্রিয়তা এখনও শীর্ষে রয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফাহ্মী গোলন্দাজ বাবেলকে পুনরায় মনোনয়ন দিলে নৌকার বিজয় ধরে রাখা সম্ভব হবে।

২০০৮সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের এমপি ছিলেন ক্যাপ্টেন(অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদ।২০১৪ সালে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হন ক্যাপন্টেন(আবঃ)গিয়াস উদ্দিন আহম্মেদ।দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে গত চার বছর যাবত গফরগাঁওয়ে  পদচারনা তেমন একটা ছিলনা ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদের।গত ১৬ডিসেম্বর উপজেলার পাগলা থানাথীন দত্তেরবাজার সাহেব আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস উপলক্ষে সভা আহবান করেন সাবেক এমপি ক্যাপ্টেন(অবঃ)গিয়াস উদ্দিন আহম্মেদ।একই স্থানে বর্তমান সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের সমর্থিত দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা আহবান করায় প্রশাসান উভয় গ্রুপের সভা সমাবেশ স্থগিত  করেন দেয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচরনা মেমেছেন ক্যাপ্টেন(অবঃ) গিয়াস উদ্দিন আহাম্মেদ।

গফরগাঁও পৌর সভার সাবেক মেয়র ও যুবলীগ কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কায়সার আহম্মেদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন জন্য কেন্দ্রীয় ভাবে জোর লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন।এ্যাডভোকেট কায়সার আহম্মেদ জানান,২০১১সালের গফরগাঁও পৌর নির্বাচনে মহাজোট প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এক জন সম্ভাব্য প্রার্থী হিসেবে  এলাকায় পোষ্টার,ফেষ্টুন ও উঠান বৈঠকের মাধ্যমে জোর প্রচারণা শুরু করেছি।আশা করি জনমত যাচাই করে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী দল থেকে আমাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় হবে।জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গফরগঁও থেকে মনোনয়নের জন্য লড়বেন।তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে গফরগাঁওয়ে গণসংযোগ শুরু করেছেন।

ওবায়দুল্লাহ আনোয়ার বুরবুল জানান,আমি২০০১সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামায়েতের অত্যাচার নির্যাতনের শিকার গফরগাঁওয়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশে থেকে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।আশা করি নেত্রী আমাকে মনোনয়ন দিবেন।মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মেজর(অবঃ)মোঃ রেজাউল করিম রেজা সম্ভাব্য প্রার্থী হিসেকে গফরগাঁওয়ে সভা সমাবেশ করে যাচ্ছেন।

মেজর(অবঃ)মোঃ রেজাউল করিম রেজা জানান,৭মার্চের ঐতিহাসিক ভাষণের পর ৮মার্চ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরি।একজন মুক্তিযুদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে ১৯৮১ সালে আমাকে প্রহসনমুলক জিয়া হত্যা মামলায় ফাঁসিয়ে ১০ বছর কারাদন্ড প্রদান করা হয়।একজন ত্যাগী মুক্তিযুদ্ধা হিসেবে প্রত্যাশা নেত্রী আমাকেই মনোনয়ন দিবেন।

বিএনপি
বিএনপি থেকে ৬জন সম্ভাব্য প্রার্থী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তারা হলেন-গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম(আরজু),কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্ছু,উপজেলা বিএনপি নেতা মুশফিকুর রহমান,তৃণমূণ দলের কেন্দ্রিয় কমিটির নেতা এ্যাডভোকেট আল ফাত্তাহ খান ও  যুক্তরাজ্য বিএনপির সক্রিয় নেতা মোহাম্মদ মানি।

স্বাধীনতার পর থেকে আসনটি শুধু মাত্র দুইবার বিএনপির দখলে ছিল।১৯৭৯সাল এবং ১৯৯৬সালের১৫ফেব্রুয়ারী নির্বাচনে এআসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন,মরহুম ফজলুর রহমান সুলতান। এরপর ১৯৯৬সালের ১২জুনের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়।বিএনপির কেন্দ্রিয় হাই কমান্ড একাধিকবার প্রার্থী বদল করে হরানো আসনটি পুনরুদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গফরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীরা চলে যায় আত্নগোপনে।মামলা হামলার ভয়ে বিগত চার বছর যাবত গফরগাঁওয়ে বিএনপির দলীয় কর্মসূচী চলছে অনেকটা ঘরোয়া পরিবেশে।দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর গফরগাঁও বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় এখন প্রচার-প্রচরনা চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান।এবি ছিদ্দিকুর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন।পরবর্তীতে ২০০৮সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোট থেকে মনোনয়ন পান এবি ছিদ্দিকুর রহমানের সহোদর মরহুম ফজলুর রহমান সুলতান।দুঃসময়ে নেতাকর্মীদের নিয়ে গফরগাঁওয়ে বিএনপির হাল ধরে রেখেছেন উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান,প্রয়াত এমপি ফজলুর রহমান সুলতানের ছেলে মুশফিকুর রহমান এবং কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্ছু।বিএনপির রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ইতিপূর্বে রহমান পরিবারের মধ্যে মতবিরোধ থাকলেও চাচা এবি ছিদ্দিুর রহমান ও  ভাতিজা মুশফিকুর মধ্যে এখন আর কোন বিরোধ নেই।

গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান জানান,বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সকল অংঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দুঃসময়ে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।দলীয় কর্মকান্ড বিবেচনা করে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে হরানো আসন পুনরুদ্ধারে জন্য দল থেকে তাকেই মনোনয়ন দিবেন বলে ছিদ্দিকুর রহমান দাবি করেন।অপর দিকে এআসনে বিএনপি থেকে মনোনয়ন  প্রত্যাশী হিসেবে রয়েছেন নতুন মুখ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা মুশফিকুর রহমান।

মুশফিকুর রহমান জানান,মরহুম বাবার আদর্শ নিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি,আগামীতে থাকব।নেত্রী বিবেচনা করবেন কাকে মনোনয়ন দিলে দলের জন্য ভাল হবে।কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্ছু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে গফরগাঁওয়ে জোর প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান বাচ্ছুর জানান,দুঃসময়ে দলের পাশে থেকে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামসহ দলের সকল কর্মকান্ড করে যাচ্ছি।আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হব।অপর দিকে নব্বই দশকের সাবেক ছাত্র নেতা ও বর্তমান যুক্তরাজ্য বিএনপির সক্রিয় নেতা মোহাম্মদ মানিক এ আসনে বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী।

তরুন নেতা মোহাম্ম মানিক বলেন,নব্বই দশক থেকে জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত হয়ে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যা্িচ্ছ।আশা করি বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে তরুনদের প্রধান্য দিবেন।

জাতীয় পার্টি
গফরগাঁওয়ে জাতীয় পার্টিও একক প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সভাসমাবেশ করে যাচ্ছেনে সাবেক রাষ্ট্রপতি,জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ধর্মবিষয়ক রাজনৈতিক উপদেষ্টা ও জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় গফরগাঁওয়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা ছিল অত্যান্ত ভাল।

১৯৮২ সাল থেকে ১৯৯০সাল পর্যন্ত এ আসনে জাতীয় পার্টির এমপি ছিলেন ইনামুল হক জজ মিয়া।১৯৮৫ সালে সাবেক রাষ্টপতি হুসাইন মুহাম্মদ এরশাদ গফরগাঁওয়ে একটি জনসভার মঞ্চের দাড়িয়ে বক্তব্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ঘোষণা করার মধ্য দিয়ে গফরগাঁওয়ে জাতীয় পার্টি ব্যাপক জনসমর্থন লাভ করেন।কিন্তু দীর্ঘদিন যাবত সাংগঠনিক দূর্বলতার কারণে গফরগাঁওয়ে জাতীয় পার্টির জনসমর্থন  দিন দিন হ্রাস পেতে থাকে।গফরগাঁওয়ে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টির লাঙ্গল ফলায় বর্তমানে শক্ত হাতে হাল ধরেছেন সাবেক রাষ্ট্রপতি,জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ধর্মবিষয়ক রাজনৈতিক উপদেষ্টা ও জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী।মাওলানা ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এক জন শক্তিশালী প্রার্থী ছিলেন।

মাওলানা ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী যুগান্তরকে জানান,১৯৯৬সালের সংসদ নির্বাচনে ব্যাপক জনসমর্থন থাকার পরও আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।আমি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে লাঙ্গল প্রতীক বিজয়ী হব।তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত ভাবে নির্বাচন হলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী একটি বড় ফেক্টর হবে বলে স্থানীয়রা জানান।

সিপিবি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি)সম্ভাব্য প্রার্থী হিসেবে গফরগাঁও আসনে প্রচারনা চলিয়ে যাচ্ছেন তেতুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিপিবি গফরগাঁও শাখার সভাপতি আজিম উদ্দিন মাষ্টার।তিনি নিয়মিত সভা সমাবেশের মাধ্যমে এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন।

জামায়াতে ইসলামী
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বেকায়দায় রয়েছে গফরগাঁও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।বিগত ২০০১চারদলীয় জোট সরকারে আমলে জামায়াতে ইসলামী সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে গেলেও মহাজোট তথা আওয়ামীলীগ সরকার গঠনের পর গফরগাঁওয়ে জমায়াতের মেতাকর্মীরা আত্নগোপনে চলে গেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই