তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতণের অভিযোগ

ভালুকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতণের অভিযোগ
[ভালুকা ডট কম : ১৯ ফেব্রুয়ারী]
ভালুকায় যৌতুকের জন্য স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি গ্রামের মো: সবুজ মিয়ার ছেলে হাফিজুল ইসলাম সুজনের সাথে পাঁচবছর আগে পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের রিয়াজুল হকের মেয়ে রুবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখ শান্তির জন্য মেয়ে জামাইকে পাঁচ লাখ টাকা দেয়া হয়। এদিকে তাদের সংসারে আব্দুল্লাহ আল মাহদী নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তারপরও আরো টাকার জন্য রুবিনার উপর স্বামী ও তার পরিবারের লোকদের মাধ্যমে মানসিক ও শারীরিক নির্যাতণ চলে আসছিল। এমনকি রুবিনাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশও হয় এবং সালিশে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করে স্বামীর বাড়ির লোকজন তাকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে।

গত রোববার সকালে রুবিনার স্বামী তার বাবার কাছ থেকে আরো দুই লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে অপারগতা প্রকাশ করলে রুবিনাকে ব্যাপক মারধর করে ঘরে আটকে রাখে। খবর পেয়ে রুবিনার বাবা রিয়াজুল হক ও তার অপর মেয়ে রহিমা আক্তার রুপনকে নিয়ে মেয়ের খোঁজ নিতে গেলে তাদের উপরও চড়াও হয় ওই বাড়ির লোকজন। পরে আশপাশের লোকদের মাধ্যমে শিশু সন্তানসহ আহত মেয়েকে উদ্ধার করে চিকিৎসা করান।

রুবিনার বাবা রিয়াজুল হক জানান, বিয়ের পর পরই মেয়ের সুখের জন্য পাঁচ লাখ টাকা দেয়া হয় তার স্বামীকে। কিন্তু ওই টাকা খরচ করে আবারো দুই লাখ টাকা দাবি করে প্রায়ই আমার মেয়েকে মারধর করছিল। ঘটনারদিন সকালে আমার মেয়েকে নির্যাতণ করে মারত্মকভাবে আহত অবস্থায় একটি ঘরে আটকে ফেলে রাখে। খবর পেয়ে আমরা মেয়েকে দেখতে গেলে ওরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। পরে আশপাশের লোকদের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নিয়ে আসি।

এ ব্যাপারে রুবিনার স্বামী হাফিজুল ইসলাম সুজনের সাথে মোবাইলে বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ ঘটনায় নির্যাতণের শিকার রুবিনার বাবা রিয়াজুল হক বাদি হয়ে মেয়ে জামাই হাফিজুল ইসলাম সুজন, তার বাবা সবুজ ও ছালেহা খাতুনকে আসামী করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই