তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আত্রাইয়ে মাদ্রাসার অফিস সহকারীর জেল

ভূয়া পরীক্ষার্থীদের সহায়তার অপরাধ
আত্রাইয়ে মাদ্রাসার অফিস সহকারীর জেল
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
নওগাঁর আত্রাইয়ে ভূয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অপরাধে মাদ্রাসার অফিস সহকারীকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এই আদেশ দেন।

জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় চাপড়া দাখিল মাদ্রাসার ৩জন ভূয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছিলো। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে আত্রাই থানা পুলিশ তদন্তের জন্য কেন্দ্রে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রে দায়িত্বরত চকশিমলা দাখিল মাদ্রাসার নিন্মমান সহকারী সিরাজুল ইসলাম (৫০) ভূয়া পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে পালিয়ে যেতে সহায়তা করেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান দ্রুত ওই কেন্দ্রে যান এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অপরাধে অফিস সহকারী সিরাজুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

কেন্দ্র সচিব মাওলানা জারজিজার রহমান বলেন, ওই পরীক্ষার্থীদের খাতা আমাদের কাছে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের খাতা বাতিল করা হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই