তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে পিআইপি’র আয়োজিত ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নান্দাইলে পিআইপি’র আয়োজিত ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ৪উপজেলার সাংবাদিকদের জন্য ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার সমাপ্ত হয়েছে। পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) বেগম আনোয়ারা রেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান ও নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহন কারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জাসদের সভাপতি এ হাই, সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুল হক ভূইঁয়া, হান্নান মাহমুদ, প্রভাষক অরবিন্দ পাল, সমরেন্দ্র বিশ্ব শর্মা (কেন্দুয়া), দেওয়ান ফারুক দাদ খান (তাড়াইল), জাহাঙ্গীর আলম  (হোসেনপুর), মোঃ এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূইঁয়া বাবুল, আলম ফরাজী প্রমুখ।অনুষ্ঠানে নান্দাইল উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আমরু মিয়া, পৌর জাসদের সভাপতি মোঃ আব্দুল হান্নান উপস্থিত থেকে সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য প্রশিক্ষণে নান্দাইল থেকে ৩৪জন এবং কেন্দুয়া, তাড়াইল ও হোসেনপুর উপজেলা থেকে ২জন করে ৬জন সাংবাদিক যোগদান করেন। তিন দিনের প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডঃ প্রদীপ কুমার পান্ডে ও পিআইবি’র পরিচালক বেগম আনোয়ারা বেগম ক্লাস পরিচালনা করেন। স্থানীয় সম্বনয়কারী হিসাবে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল সার্বিক দায়িত্ব পালন করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই