তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবির শিশু নিকেতকে ইনার হুইল ক্লাবের অনুদান প্রদান

রাবির শিশু নিকেতকে ইনার হুইল ক্লাবের অনুদান প্রদান
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ইউথ গ্রুপ পরিচালিত শিশুনিকেতনকে অনুদান প্রদান করেছে ইনার হুইল ক্লাব রাজশাহী। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় মেহেরচন্ডী রেল লাইন সংলগ্ন বস্তিতে শিশু নিকেতনের কক্ষে এক আলোচনা সভায় পাঁচ হাজার টাকার এই অনুদান প্রদান করা হয়। এছাড়াও ইনার হুইল ক্লাব রাজাশাহীর ভাইস-প্রেসিডেন্ট মহুয়া জামান ব্যক্তিগতভাবে দুই হাজার টাকা প্রদান করেন।

সংগঠনটির ফোকাল পারসন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী  মিঠু রানার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ফোকাল পারসন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রভাষক আরিফুল ইসলাম, ইনার হুইল ক্লাব রাজাশাহীর প্রেসিডেন্ট  ড. সেলিনা আফরোজ, ভাইস-প্রেসিডেন্ট মহুয়া জামান, উপ-প্রধান সেক্রেটারি ডা. নাদিরা বেগম, কোষাধ্যক্ষ নুরুন্নাহার ইসলাম, সদস্য রোজী খন্দকার। এছাড়াও প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালে রাজশাহীর মেহেরচন্ডি রেইললাইন সংলগ্ন বস্তি এলাকায় ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ শুরু করলেও পরে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে টিউটোরিয়াল সুবিধা প্রদান করে আসছে সংগঠনটি। বর্তমানে এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীসহ ৫১ জন শিক্ষক রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই