তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় নির্মানাধিন ফ্যাক্টরীতে হামলা,লুটপাট,আহত ১

ভালুকায় নির্মানাধিন ফ্যাক্টরীতে হামলা,লুটপাট,আহত ১
[ভালুকা ডট কম : ১৮ মার্চ]
ভালুকায় হাইটেক ক্লথিং লিমিটেড নামে একটি নির্মানাধিন ফ্যাক্টরীতে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় ফ্যাক্টরীর প্রজেক্ট ইনচার্জ মোবারক হোসেন সোহেল আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ভরাডোবা গ্রামে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত মফিজ উদ্দিন মুক্তার  দুই ছেলে আনিছুজ্জামান বাদল ও আসাদুজ্জামান কাজল ওই ফ্যাক্টুরীতে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলো। ঘটনার দিন তাদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল ফ্যাক্টরীতে অনধিকার প্রবেশ করে অফিসে থাকা টেবিলের ড্রয়ার ভেঙে পাঁচ লাখ ৭৬ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলায় ফ্যাক্টরী ইনচার্জ মোবারক হোসেন সোহেলকে অফিসরুমে আটকে রেখে মারধর করে এবং ফ্যাক্টরীর ক্রয়কৃত সাব-কাবলাকৃত জমিতে অবৈধ্য ভাবে জমি দখলের জন্য সীমানাপ্রাচির নির্মানের চেষ্টা করে। পরে আহত অবস্থায় মোবারক হোসেন সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ফ্যাক্টরীর প্রজেক্ট ইনচার্জ মোবারক হোসেন সোহেল বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামরা (নম্বর- ১৭) দায়ের করেছেন।

অভিযুক্ত আনিছুজ্জামান বাদলের বক্তব্য নেয়ার জন্য বার বার চেষ্টা করেও না পাওয়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।ভালুকা মডেল থানার ওসি মামুন-অর রশিদ জানান, এ ঘটনায় চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই