তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হালুয়াঘাটে এক প্রতিবন্ধী পরিবারের জীবন যুদ্ধের গল্প

হালুয়াঘাটে এক প্রতিবন্ধী পরিবারের জীবন যুদ্ধের গল্প
[ভালুকা ডট কম : ২৪ মার্চ]
“মানুষ মানুষের জন্যে, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারেনা”? গানের সেই ছোট্ট কলিটি আজও মনে করিয়ে দেয়, সমাজের সেই নিপীড়িত-নিস্পেষিত মানুষের কথা। যাদের কথা কেউ ভাবেনা, কেউ মনে করেনা। সমাজে যুগ যুগ ধরে অবহেলিত তারা। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবন সেই ছোট্ট গানের কলিটিকেও উপেক্ষা করে  জীবন যুদ্ধে ধুকরে ধুকরে কোন রকমে বেঁচে রয়েছে এদের জীবন।

এমনি এক অন্ধ পরিবারের সন্ধান মিলেছে হালুয়াঘাট উপজেলার উত্তর মনিকূড়া গ্রামে। মুর্শেদ (৩৫) মিয়ার ৫ সদস্যের পরিবারের মাঝে ৪ জনই অন্ধ ও প্রতিবন্ধী। বাবা মুর্শেদ মিয়া বাম হাত ও বাম পা প্যারালাইসিস। স্ত্রী শ্রবন প্রতিবন্ধী। এমমাত্র পুত্র এরশাদ (১০)। তার দুটি চোখই অন্ধ। ৭ বৎসরের মেয়ে রাজিনা, এরও একই অবস্থা। চোখের আলো নিভে গেছে। এদের কারও মুখের দিকে তাকানো যায়না। চারিদিক থেকে অভাব এসে গ্রাস করে রেখেছে পরিবারটিকে। এই প্রতিবন্ধী পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সচল এক হাত ও এক পা ওয়ালা মুর্শেদই। বাঁচার তাগিদে এক হাত দিয়েই ঠেলাগাড়ী চালিয়ে থাকেন।

তার সাথে কথা বললে মুর্শেদ বলেন, ঠিকমতো গাড়ী টানবার পাইনা, এক হাত দিয়ে ঠেলাগাড়ী ধরে গাড়ী টানতে খুবই কষ্ট হয়। পিছন দিয়ে আরেক জনকে ধাক্কা দিতে হয়। তাইলে ৫/৬ মন ধান নিবার পায়। কোনদিন ২০/৫০ টেহা পাই, আবার কোনদিন বসে থাহি। কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি আমরা । মাইনসে আমারে কামও দিবার চাইনা। টুকটাক কাম করলে ৫/১০ টেহা পায়। আমার স্ত্রী কমলী খাতুন সে দোকানে পানি দিয়া কিছু টেহা পায়। এভাবেই চলছে আমাদের জীবন।

আফসোস করে মুর্শেদ বলেন, স্ত্রী বাজারে হোটেলে পানি দেয়। কানে শুনেনা। তাই ভালো কাজও কেউ দিবার চাইনা। আসলে আমাদের মতো গরীব মানুষরে কেউ ভালো কাজ দেয়না। সারাদিন পানি দিলে ৫০/১০০ টেহা পায়। এই চলছে।

প্রতিবন্ধী মুর্শেদের বৃদ্ধ পিতা মঞ্জুর আলী বলেন, বাবা, ওর হাতে ছোট সময় বাতাস লেগেছিলো। ওর চিকিৎসা করে সব টাকা শেষ করেও ভালো করতে পারিনি। এখন আমরা খুবই অসহায়। কোন সম্পদ নেই। কি আর করব। আমাদের জন্যে যদি কেউ  আগাইয়া আসতো? কেউ আসেনা। দেখেন আপনারা কিছু করতে পারেন কিনা? এই বলে দীর্ঘশ্বাস ছাড়েন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই