তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় কৃষি উপকরণ বিতরণ করলেন আমান উল্লাহ এমপি

ভালুকায় কৃষি উপকরণ বিতরণ করলেন আমান উল্লাহ এমপি
[ভালুকা ডট কম : ১৯ এপ্রিল]
আজ দুপুরে ভালুুকা কৃষি বিভাগের কমলা উন্নয়ন ও প্রশিক্ষন হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে ক্ষুদ্র ও কৃষকদের মাঝে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি বলেছেন তৃনমূল পর্যায়ে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের উন্নয়নে কৃষি খাতে বর্তগী দিয়ে কৃষি ব্যবস্থায় শত ভাগ সফলতা অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছে। কৃষি ব্যবস্থার উন্নতি হলেই দেশের সার্বিক উন্নতি সম্ভব। তিনি জাতির আর্থনৈতিক মুক্তি অর্জনে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুদা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্বশালী সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার সরকার প্রতিষ্ঠার জন্য কৃষক সম্পদায়ের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ছাদিকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, তাতী লীগ সভাপতি এস এম কামরুজ্জামান, ডিল্পোমা কৃষিবিদ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও প্রান্তিক চাষী মহিউদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সঞ্জয় কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবীবুল্লাহ বাহার।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ভালুকা উপজেলার ১ শত ৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার, উন্নত বীজসহ কৃষি উপকরণ বিতরন করেন। পরে তিনি ভালুকা ডিগ্রী কলেজে নব নির্মিত জামে মসজিদের উদ্বোধন করেণ। এসময় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন সহ শিক্ষকবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই