তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে ভাতিজাকে কুপিয়ে হত্যা করল চাচা

গফরগাঁওয়ে রাস্তা নিয়ে ভাতিজাকে কুপিয়ে হত্যা করল চাচা   
[ভালুকা ডট কম : ১৯ এপ্রিল]
বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রাস্তা নির্মান নিয়ে ভাতিজা মোঃ শাহিন মিয়াকে(৩৩)কুপিয়ে হত্যা করেছে চাচা সৈরত আলী ও তার ছেলে রাকিব।এসময় ছেলে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে মা নূর জাহান বেগম।তাকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ঘটনা স্থাল পরিদর্শন করেছেন।

জানাযায়,উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নির্মান নিয়ে বড় ভাই মকবুল হোসেনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল ছোট ভাই সৈরত আলীর।এনিয়ে মকবুল হোসেন ও তাঁর ছেলে শাহিন মিয়ার সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত চাচা সৈরত আলীর।পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন দুপুরে চাচা সৈরত আলী ও তাঁর ছেলে রাকিব মিয়ার সাথে বাক বিতন্ডা হয় শাহিন মিয়ার।এক পর্যায়ে ভাতিজা শাহিনকে দা ও শাবল দিয়ে এলোপাথারি কুপিয়ে কুপাতে থাকে চাচা সৈরত আলী ও তাঁর ছেলে রাকিব।এতে ঘটনা স্থলেই মারা যান শাহিন।

নিহতের বাবা মকবুল হোসেন জানান,বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তাটি আমাদের তিন ভাইয়ের পৈত্রিক সূত্রে পাওয়া।কিন্তু আমার ছোট ভাই সৈরত আলী রাস্তাটি নিয়ে প্রায়ই আমার সাথে ঝগড়া করত।ঘটনার দিন দুপুরে সৈরত আলী ও তাঁর ছেলে রাকিব আমার ছেলে শাহিনকে ঘর থেকে ডেকে নিয়ে ঝগড়ার সৃষ্টি করে।ঝগড়ার এক পর্যায়ে ঐরাস্তার মধ্যে আমার ছেলে শাহিনকে কুপিয়ে হত্যা করে।

গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান.ঘটনা স্থল থেকে হত্যা কান্ডে ব্যবহৃত  শাবল উদ্ধার করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়না  তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই